EB Dutch footballer
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: এসসি ইস্টবেঙ্গলে পঞ্চম বিদেশি নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এল ISL-এ তাদের পঞ্চম বিদেশি ফুটবলারের নাম। ডারেন সিডোয়েল এই মরসুমে SC East Bengal-এর হয়ে ISL খেলবেন। দলের তরফেও এই নাম সরকারিভাবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে।


দুপুরেই সর্বভারতীয় ক্রীড়া সাংবাদিক মার্কাস মার্গুল হাউ জানান, ইস্টবেঙ্গলের পঞ্চম বিদেশি হতে চলেছেন নেদারল্যান্ডসের জাতীয় জুনিয়র দলের ফুটবলার।


শুক্রবার দুপুরে মার্কাসের এমন একটি টুইটকে ঘিরে লাল-হলুদ ফ্যানদের মধ্যে সাড়া পড়ে যায়। অনেকেই তাঁর কাছে জানতে চেয়েছেন কে সেই বিদেশি ডাচ মিডফিল্ডার। তবে এ ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানাননি তিনি। তা নিয়ে সরগরম হয় কলকাতা ময়দান। লা লিগা থেকে কোচ মানলো ডিয়াজের পছন্দের কোনও স্প্যানিশ ফুটবলার আসছেন, একথা রটে গেলেও শুক্রবার আবার হাওয়া অন্যদিকে বইতে শুরু করে। জানা যায় ইস্টবেঙ্গল নাকি আরও একবার ধামাকা দিতে চলেছে।

শেষ পর্যন্ত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পঞ্চম বিদেশি ফুটবলার বেছে নিল এসসি ইস্টবেঙ্গল। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ডারেন সিডোয়েলকে সই করিয়েছেন এসসি ইস্টবেঙ্গল।

Share it