Dutch defensive midfielder Darren Sidoel
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ২৩ বছরের ডারেন সিডোয়েলকে সই করিয়ে সবচেয়ে বড় ধামাকা দিয়েছে এস ইস্টবেঙ্গল। শুক্রবারই তাঁর সঙ্গে দলের চুক্তির কথা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। আর এরই মধ্যে সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন ডারেন। এখনও পর্যন্ত সবচেয়ে লাল-হলুদে খেলা সবচেয়ে কম বয়সী বিদেশি ফুটবলার ডারেনই।

হেড কোচ ম্যানুয়েল মানোলো ডিয়াজের অধীনে এর আগেও খেলেছেন ডারেন সিডোয়েল। স্প্যানিশ ক্লাব Hércules CF-এ মানোলো স্যারের কোচিংয়ে খেলেছেন ডারেন। সে কথা জানিয়েছেন নিজেই। স্পেনের দ্বিতীয় ডিভিশন ক্লাব Córdoba CF থেকে সরাসরি SC East Bengal-এ খেলতে আসছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। ৬ নম্বর জার্সি পছন্দ সিডোয়েলের। খেলতে পারেন সেন্টার ব্যাক ও সেন্টাল মিডফিল্ডার হিসেবেও। ফলে ডিয়াজের হাতে অনেক বেশি অপশন এসে গেল ২৩ বছরের এই ডাচ ফুটবলারকে পেয়ে।

ডারেন জানিয়েছেন, “আমি ইউরোপের বেশ কয়েকটি ক্লাবে খেলেছি। নিজের খেলায় আরও উন্নতি করতে চাই। তাই ভারতে খেলতে আসছি। নিজের খেলায় উন্নতি করার ক্ষেত্রে Indian Super League সবচেয়ে ভালো টুর্নামেন্ট। মানোলো ডিয়াজের অধীনে আমি আগেও খেলেছি। ফলে তাঁর কোচিংয়ে খেলতে আমি মুখিয়ে আছি।”

Share it