নিউজ ওয়েভ ইন্ডিয়া: মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবে এসে একজোট হয়ে কাজ শুরুর আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহান আনভীর। বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাবকে। এবার সেই ডাকে সাড়া দিয়ে বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিলেন কর্মকর্তারা।
সূত্রের খবর, খুব শিগগিরই বাংলাদেশে যাচ্ছেন লাল-হলুদ ক্লাবের কয়েকজন প্রতিনিধি। কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবের সঙ্গে বিনিয়োগ চুক্তি সম্পাদনের কথাবার্তাও নাকি বেশ কিছুটা এগিয়েছে। বাংলাদেশেই চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।
এদিকে ISL শেষ হলেই ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়া হবে শ্রী সিমেন্টের তরফে। স্পোর্টিং রাইটস হাতে পেলেই চুক্তি নিয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে। ইতিমধ্য়েই স্থানীয় কয়েকজন প্রতিভাবান ফুটবলারের সঙ্গে প্রি কন্ট্রাক্ট সাইন হয়েছে ইস্টবেঙ্গলের। ISL শেষ হলেই দলগঠনের কাজ শুরু হয়ে যাবে পুরোদমে। সেই কাজে ক্লাবকে সাহায্য করবেন কয়েকজন প্রাক্তন ফুটবলার।