নিউজ ওয়েভ ইন্ডিয়া: ATK Mohun Bagan-এর অন্যতম সেরা রাইট ব্যাক প্রীতম কোটালের সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী দল। জানা গেছে, টিম ম্যানেজমেন্টের তরফে আরও চার বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলারকে। যদিও প্রীতমের কাছ থেকে চূড়ান্ত সম্মতি এখনও পায়নি ক্লাব।
এদিকে প্রীতমের ঘনিষ্ঠসূত্রে জানা গেছে, তাঁর কাছে ISL-এর অন্যতম আরও দুটি সেরা ক্লাবের অফারও এসেছে। সবদিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিতে চাইছেন প্রীতম। এ বিষয়ে কোনও তাড়াহুড়ো চান না তিনি। চলতি ISL-এর মরশুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান তিনি।
🚨 | Defender Pritam Kotal is in talks with ATK Mohun Bagan to extend his stay. Kotal has been offered a 4 year extension by the Mariners. He's said to be having offers from atleast two other ISL clubs. [@SircarPrachya] 👀🟢🔴#Transfers #ISL #IndianFootball
— 90ndstoppage (@90ndstoppage) February 27, 2022
শুধু প্রীতমই নন, বর্তমান দলের বেশ কয়েকজন ফুটবলারকেই আগামী কয়েক মরশুমের জন্য রেখে দিতে আগ্রহী ক্লাব। ইতিমধ্যেই কয়েকজন ফুটবলারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা এগিয়েছে। তবে সবকিছুই চূড়ান্ত হবে ISL-এর মরশুম শেষ হওয়ার পর।