𝗧𝗼𝗺𝗶𝘀𝗹𝗮𝘃 𝗠𝗿𝗰𝗲𝗹𝗮
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: প্রত্যাশা মতোই এসসি ইস্টবেঙ্গলে SC East Bengal দ্বিতীয় বিদেশি ফুটবলার হিসেবে যোগ দিলেন অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক টমিস্লাভ মার্সেলা (Tomislav Mrcela)। এক বছরের চুক্তিতে লাল-হলুদের হয়ে এবার ISL খেলবেন তিনি।

টমিস্লাভের ইস্টবেঙ্গলে আসার কথা কয়েকদিন আগেই ফাঁস হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও একে জল্পনা বলেই উড়িয়ে দিচ্ছিলেন একদল ফুটবল বিশেষজ্ঞ। তবে আজ দুপুরে সেই জল্পনাতেই শিলমোহর দিল শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ।

২৯ বছরের এই ডিফেন্ডারকে এবারে স্পেনীয় কোচ মানুয়েল মানোলো ডিয়াজের (Manuel ‘Manolo’ Diaz) অধীনে খেলতে দেখা যাবে। Perth Glory দল থেকে লাল-হলুদে এসেছেন তিনি। এর আগে ইউরোপের বিভিন্ন দলে খেলেছেন টমিস্লাভ।

Share it