Novac Djokovic
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: টেনিস কোর্টে তাঁর ব্যাক হ্যান্ড, ফোর হ্যান্ড বা ভলিতে মাত হয়ে যায় প্রতিপক্ষ। তবে বাড়িতে স্ত্রীর কাছে স্ট্রেট সেটে হেরে বসলেন জোকার। বলা ভালো ওয়াক ওভারই দিয়ে দিলেন। শেষ পর্যন্ত নিজের বাসনও মাজতে হল টেনিস তারকা Djokovic-কে। এমনই একটি Video পোস্ট করেছেন জোকারের স্ত্রী জেলেনা জকোভিচ।

মাত্র দু’দিন আগেই মেডভেডেভের কাছে যুক্তরাষ্ট্র ওপেনে হারতে হয়েছে। তারপর বাড়িতে বাসন মাজা। মজা করে দুটো ঘটনা জুড়ে দিলে বিষয়টি দাঁড়ায় ফাইনালে হারের শাস্তি স্বরূপ বাসন মাজতে হল জোকোভিচকে। এবার সার্বিয়ান সুপারস্টারের স্ত্রী জেলেনা জকোভিচের সৌজন্যে জোকারের ফ্যানেরা এই দৃশ্য়ই দেখলেন। ভিডিওতে দেখা যাচ্ছে বাসন মাজার সাবান ও স্ক্রাবার দিয়ে সসপ্যান ও ফ্রাইং প্যান ধোওয়াধুয়ি করছেন জকোভিচ।


জেলেনা নিজেই নোভাকের এই কীর্তির Video করে টুইটারে পোস্ট করেছেন। নোভাককে তিনি হেঁশেলের ‘MVP’ (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) বলেও আখ্যা দিয়েছেন।

Share it