ATKMB vs SCEB
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: শনিবার গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে আছড়ে পড়তে চলেছে বিধ্বংসী ডার্বি ঝড়। তার আগে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত দুই শিবির। প্রস্ততির ফাঁকেই মুখ খুললেন লাল-হলুদ শিবিরের ফুটবলাররা।

অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য থেকে মহম্মদ রফিক কিংবা বর্তমান প্রজন্মের অমরজিৎ সিং কিয়াম। ডার্বি নিয়ে মনের কথা গোপন রাখেননি কেউই। প্রত্যেকেই বললেন, ATK Mohun Bagan বনাম SC East Bengal ডার্বি খেলতে নামার আগে মনের মধ্যে যথেষ্ট উত্তেজনা বোধ করছেন তাঁরা।

অপরদিকে, ATK Mohun Bagan শিবিরের চিত্রটা একটু আলাদা। সেখানে দেখা গেছে, একমনে অনুশীলন করে চলেছেন রয় কৃষ্ণ, হুগো বমৌস, প্রীতম কোটালরা। হেড কোচ অন্তোনিও লোপেজ হাবাস কড়া নির্দেশ দিয়ে চলেছেন ফুটবলারদের। আর অনুশীলনে তা অক্ষরে অক্ষরে মেনে চলছেন লিস্টন কোলাসোরা।

সব মিলিয়ে ডার্বি শুরুর চারদিন আগেই উত্তেজনার পারদে টগবগ করে ফুটছে দুই শিবিরই।

Share it