ATKMB Derby
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: শনিবার Derby ম্যাচ খেলতে নামছে ATK Mohun Bagan। লাল-হলুদ এর বিরুদ্ধে এই ম্যাচে জিততে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড। যাঁরা ডার্বি আগে খেলেননি বা যাঁরা খেলেছেন, সবাই এই ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছেন। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে শুক্রবার ম্যাচ জেতার পর শনিবার পুরো দলকে বিশ্রাম দিয়েছিলেন কোচ অন্তোনিও লোপেজ হাবাস। রবিবার সকালে ছিল রিকভারি সেশন। সন্ধ্যাবেলায় ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর ম্যাচের দিকে চোখ ছিল গোটা দলের। সোমবার সকাল থেকে শুরু হয়েছে এটিকে মোহনবাগানের ডার্বির প্রস্তুতি। অনুশীলনের পরে অমরিন্দর সিং, লিস্টন কোলাসোরা জানিয়ে দিলেন, ডার্বি নিয়ে তাদের অনুভূতির কথা।

অমরিন্দর সিং
“এশীয় ফুটবলে কলকাতা ডার্বি অন্যতম বড় ম্যাচ। এই ম্যাচের গুরুত্ব কতটা, তা আমি জানি। তাই এই ম্যাচ খেলতে নামার আগে খুবই উত্তেজিত বোধ করছি। ম্যাচটাকে বিশেষভাবে নিতে চাই এবং মেরিনার্সদের মুখে হাসি ফোটাতে চাই। তবে SC East Bengal ভালো দল। ওদের হালকাভাবে নেওয়ার কোনও কারণ নেই।”

প্রীতম কোটাল
“একজন বঙ্গ সন্তান হিসেবে এই ম্যাচ সবসময়ই আমার কাছে গুরুত্বপূর্ণ। এর আগেও অনেক ডার্বি ম্যাচ খেলেছি। আমি জানি এই ম্যাচ জিতলে সমর্থকরা কতটা খুশি হন। আমরা এই ম্যাচে জেতার জন্যই ঝাঁপাব। আগের ম্যাচের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছি। ওদের দু-তিনজন ভালো বিদেশি আছে। জামশেদপুরের বিরুদ্ধে ওরা খারাপ খেলেনি। তবে আমরা ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখব বলে আত্মবিশ্বাসী।”

শুভাশিস বসু
“আমার মত যে কোন বঙ্গসন্তান ই ডার্বি ম্যাচ খেলার জন্য সবসময় মুখিয়ে থাকে। ডার্বি ম্যাচ হলেও এটা আমার কাছে একটা শুধুই ম্যাচ। অন্য ম্যাচের মতো এই ম্যাচে জেতার চেষ্টা করব। তবে দুটি দলের ক্ষেত্রেই এটি দ্বিতীয় ম্যাচ বলে আমাদের সতর্ক থাকতে হবে।”

লিস্টন কোলাসো
“ছোট থেকেই এই ডার্বি ম্যাচের কথা শুনেছি। এখন এই ম্যাচের গুরুত্ব বুঝতে পারি। ডার্বি ম্যাচে গোল করা আমার স্বপ্ন। সেটা সফল করতে চাই। ইস্টবেঙ্গলের খেলা দেখেছি। আমরা যা খেলছি, তাতে জেতার ব্যাপারে আমি আশাবাদী।”

Share it