নিউজ ওয়েভ ইন্ডিয়া: ইস্টবেঙ্গল হোক বা মোহনবাগান। দলের প্রতিটি ফুটবলারের কাছে ডার্বির গুরুত্ব অপরিসীম। প্রত্যেকটি ফুটবলারই চান জীবনে কখনও না কখনও কলকাতা ডার্বির অংশীদার হতে। বর্তমানে এসসি ইস্টবেঙ্গলের সেন্টার ব্যাক ফ্রাঞ্জো পর্সে দলে নতুন হলেও ডার্বির উত্তেজনার পারদ ছুঁয়েছে তাঁকেও।
SC East Bengal দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, “আমরা প্রতিটি বলের জন্য লড়াই করব। তার জন্য আমরা আমাদের 100 শতাংশ দিতে প্রস্তুত।” ২৫ বছর বয়সী এই ক্রোয়েশিয়ান ফুটবলার বলেন, “দলের হয়ে মরসুমের প্রথম গোল করতে পেরে আমি গর্বিত। কিন্তু, অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছে।” তিনি বলেন, “গত বছর ডিসেম্বরে Cyprot club AC Omania-এর হয়ে শেষ গোল করেছিলাম। সেই গোলে আমরা ১-০-এ জিতে ছিলাম। তাই আমি ভেবেছিলাম জামশেদপুরের বিরুদ্ধেও আমরা জিতব। কিন্তু, শেষ পর্যন্ত তা হলো না।”
ক্রোয়েশিয়ার এই 25 বছর বয়সী ডিফেন্ডার অনূর্ধ্ব 17 জাতীয় দলের হয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছেন। লাজিওর এই প্রাক্তন তারকা’র মতে লাল-হলুদ ব্রিগেডকে কতগুলো কাজ করতে হবে। “আমাদের বেশ কয়েকটা দিকে আরও উন্নতির প্রয়োজন। আমরা সবাই কিছু না কিছু ভুল করেছি। কিন্তু, আমরা কঠোর অনুশীলন করছি এবং গুরুত্বপূর্ণ ওই দিনটির জন্য বিশেষভাবে প্রস্তুত হচ্ছি। দলের প্রত্যেকটা প্লেয়ার খুব ফোকাসড এবং তাঁরা জানে এই ম্যাচটা সমর্থকদের কাছেও কতটা গুরুত্বপূর্ণ। আমরা ওই সমর্থকদের জন্যই ডার্বি জিততে চাই এবং আশা করি ম্যাচের শেষে আমরা জয় উদযাপন করতে পারব।”