নিউজ ওয়েভ ইন্ডিয়া: তিনি এলেন, দেখলেন, জয় করলেন। প্যাট কামিন্সের ক্ষেত্রে এই কথা বললে একটুও অত্যুক্তি হবে না। একটা সময় মনে হচ্ছিল অসম্ভব। এবারেও মুম্বই গাঁট হয়ে থেকে যাবে কলকাতার। কিন্তু, প্যাট কামিন্স মরশুমের প্রথম ম্যাচে দলের হয়ে খেলতে নেমেই পুরনো চিত্রনাট্য বদলে ফেললেন। কলকাতার হয়ে প্রথম ম্যাচে নেমেই নায়ক অজি তারকা। তবে এবার নায়ক ব্যাটে।
অজি অলরাউন্ডার জ্বলে উঠলেন ব্যাট হাতে। অতিমানবিক ইনিংস খেলে ১৫ বলে ৫৬ রান করে অপরাজিত থাকলেন। ১৪ বলে অর্ধশতরান। ১৫ ওভারের পর কলকাতার জেতার জন্য দরকার ছিল ৩৫ রান। কিন্তু, ১৬ ওভারেই ম্যাচ শেষ করে দিলেন কামিন্স। ক্রিকেট পণ্ডিতরা যা ভাবতেই পারেননি। যদিও বুধবার বল হাতে দু’উইকেট নিলেও ৪৯ রান হজম করেছিলেন প্যাট কামিন্স। ব্যাট হাতে তা সুদে আসলে মিটিয়ে দিলেন তিনি। প্রথমে ব্যাট করে মুম্বই তুলেছিল ১৬১/৪। চার ওভার বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নিল।
অজি অলরাউন্ডারের পাশাপাশি কৃতিত্ব প্রাপ্য বেঙ্কটেশ আয়ারেরও। তিনি একটা দিক ধরে না রাখলে কলকাতার পক্ষে এই রান তাড়া করা মুশকিল হয়ে যেত। শেষ পর্যন্ত ৪১ বলে ৫০ রানে অপরাজিত থাকলেন তিনি।