“কিংস ইলেভেন পঞ্জাবের হেড কোচ হিসেবে অনিল কুম্বলের থাকাটাই বিরাট পার্থক্য গড়ে দিচ্ছে।” রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বধের পরে এই দাবি করলেন সেঞ্চুরিকারী লোকেশ রাহুল। তিনি বলেন, “শুধু জুনিয়র প্লেয়ারদের জন্যই নয়, অভিজ্ঞ ক্রিকেটাররাও উপকৃত হচ্ছেন অনিল কুম্বলের জন্য।”
Heard his bat do all the 🗣️, time to hear #CaptainPunjab himself now ⬇️#SaddaPunjab #IPL2020 #KXIP #KXIPvRCB @klrahul11 pic.twitter.com/FZTA1ecKY6
— Kings XI Punjab (@lionsdenkxip) September 24, 2020
দলের প্লেয়ারদের মানসিকতার পরিবর্তন নিয়ে কুম্বলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাহুল বলেন, “অনিল কুম্বলের মতো কোনও অভিজ্ঞ প্রাক্তন ক্রিকেটার যখন দলে থাকে তখন কাজ অনেকটাই সহজ হয়ে যায়। তিনি ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক ছিলেন, বহুদিন ধরে IPL-এর সঙ্গে যুক্ত। তিনি জানেন, কোন সময় কী ধরনের পদক্ষেপ করা প্রয়োজন। গত দুমাস ধরে টিমটাকে নিজের মতো করে সাজিয়েছেন। আমার মতো প্রথম অধিনায়কত্ব করা কোনও ক্রিকেটারের পাশে এমনভাবে থাকায় কোনও চাপই অনুভব করছি না।”
#KXIPvRCB di kahaani, Shami bhai di zubaani! 👇🏻#SaddaPunjab #IPL2020 #KXIP #KXIPvRCB @MdShami11 pic.twitter.com/Uyu6gAJe7j
— Kings XI Punjab (@lionsdenkxip) September 25, 2020
পাশাপাশি কেএল রাহুল আরও বলেন, “আমরা এক শহর থেকে উঠে আসায় এটা আরও বাড়তি সুবিধা দিয়েছে। উনি আমাকে বড় হতে দেখেছেন। এটা বিরাট একটা ব্যাপার। কর্নাটকের যেকোনও উঠতি ক্রিকেটারের পাশে সবসময়ই থেকেছেন অনিল কুম্বলে।” বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে একরকম দুরমুশ করে জেতে কিংস ইলেভেন পঞ্জাব। রাহুলের অপরাজিত ১৩২ রানের ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে ২০৬ রান তোলে KXIP। জবাবে RCB-এর ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১০৯ রানে। অধিনায়ক বিরাট কোহলি ১ রানে আউট হন। মিস করেন দুটি ক্যাচ।