কলকাতা নাইট রাইডার্সের IPL অভিযান শুরু হতে আর বাকি মাত্র কয়েকঘণ্টা। গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে KKR-এর ১৩তম IPL অভিযান। দলে রয়েছেন বেশ কয়েকজন তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান ও বোলার। যাঁদের আগামিদিনে তারকা ক্রিকেটার হিসেবে ভারতীয় ক্রিকেটে উদয় ঘটতে পারে। এঁদের মধ্যে অন্যতম শুভমন গিল। অনূর্ধ ১৯ জাতীয় দল থেকে তাঁর উত্থান। গত কয়েক তিন বছর বছর ধরে রয়েছেন KKR ফ্যাঞ্চাইজিতে। এবারেও দলের অন্যতম ব্যাটিং-ভরসা তিনি।
💥 Oh gosh! That’s SMASHED – wait for the last shot..#MuscleRussell warming up to his devastating best!
@Russell12A #KKRHaiTaiyaar #Dream11IPL pic.twitter.com/0NsOHJ2Pja
— KolkataKnightRiders (@KKRiders) September 21, 2020
কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচের আগে শুভমন গিলের দরাজ প্রশংসা শোনা গেল প্রাক্তন কিউই অলরাউন্ডার স্কট স্টাইরিশের গলায়। বললেন, “KKR-এর সেরা ব্যাটসম্যান শুভমন গিল। এবছর তাঁর দুরন্ত পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে আছি।” আবু ধাবিতে দলের প্রথম ম্যাচে সুনীল নারাইনের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে শুভমনকে।
There's no looking back now for this talented lad 🔥🏏
How many runs will @RealShubmanGill score this season?#KKRHaiTaiyaar #Dream11IPL pic.twitter.com/h5IitFpiVR
— KolkataKnightRiders (@KKRiders) September 21, 2020
ডান হাঁতি এই তরুণ ব্যাটসম্যান সম্পর্কে স্টাইরিশ বলেন, “গত দেড় বছর ধরে আমি ওঁর একনম্বর ফ্যান। ক্রিকেট জগতে যেদিন ওঁর পদার্পণ ঘটেছে সেদিন থেকেই আমি ফ্যানেদের তালিকায় ওপরে রয়েছি। আমার মনে হয়, সে একজন দুর্দান্ত প্রতিভাবান ক্রিকেটার। পৃথ্বী শ ও দেবদূত পড়িক্কলের মতো ক্রিকেটারদের সঙ্গে শুভমনকেও তাঁর মতো করেই খেলতে দেওয়া হচ্ছে। এটা একটা ভালো ইতিবাচক দিক।”
Four T20 World Cup winners, and the second-youngest team in #IPL2020 – it’s a perfect blend of experience and youth for #KKR this season!@RealShubmanGill @ShivamMavi23@rinkusingh235 @DineshKarthik @Eoin16 @SunilPNarine74 @Russell12A#KKRHaiTaiyaar #Dream11IPL pic.twitter.com/zS1o82scWl
— KolkataKnightRiders (@KKRiders) September 22, 2020
রবিন উত্থাপ্পা ও গৌতম গম্ভীরের অবর্তমানে দলে শুভমনই অন্যতম ব্যাটিং স্তম্ভ বলেও দাবি করেছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার। তিনি বলেন, “শুভমনের কাঁধে অনেক দায়িত্ব রয়েছে। যা ওঁর সমসাময়িক অন্য ক্রিকেটারদের নেই। এই বিষয়টি তাঁকে চাপে রাখতেও পারে বলে মন্তব্য করেছেন স্কট স্টাইরিশ।