Kapil dev (file Picture)
Share it

হৃদরোগে আক্রান্ত কিংবদন্তী ক্রিকেটার কপিল দেব। ভর্তি দিল্লির ফর্টিস হাসপাতালে। সংবাদসংস্থা ANI সূত্রে এ খবর জানা গেছে। এই খবর পাওয়ার পরই উদ্বেগে গোটা দেশ। কপিল দেবের বয়স এখন ৬১ বছর।


প্রাক্তন ভারত অধিনায়কের সুস্থতার কামনায় সোশ্যাল মিডিয়ায় ঢেউ আছড়ে পড়ে। প্রাক্তন ক্রিকেটার ইরফান খান টুইটে লেখেন, “তাঁর জন্য আমার প্রার্থনা রইল। #Kapildevpaji আশা করি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।” ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলে লেখেন, “অন্তর থেকে ঈশ্বরের কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। এখনও অনেক কিছু করা বাকি।”


কংগ্রেস নেতা শশী থারুরও টুইটে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দল প্রথম বিশ্বকাপ জয় করে কপিল দেবের নেতৃত্বে।

Share it