মুম্বইয়ের সিটি সেন্টার শপিং মলে লাগা আগুন শুক্রবার সকালেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল। আগুন নেভানোর কাজ করতে গিয়ে জখম হয়েছেন দুজন দমকল কর্মী। মল সংলগ্ন বহুতলের বাসিন্দাদের ইতিমধ্যেই সরিয়ে আনা হয়েছে। আগুন নেভাতে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে দমকলের ২৪টি ইঞ্জিন, ৬টি জাম্বো ট্যাঙ্কার এবং ২৫০ জন দমকল কর্মী।
#UPDATE Mumbai: Operation underway by 24 fire engines & 6 water tanks to douse the fire at City Centre Mall in Nagpada area.
Two fire personnel, who got injured during firefighting operation, treated & discharged. https://t.co/RnyWN3LeKI pic.twitter.com/XeLEGucuol
— ANI (@ANI) October 23, 2020
সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ আগুন লাগে মুম্বইয়ের নাগপাড়া এলাকার সিটি সেন্টারে। শপিং মলের প্রথম তলায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাঁচতলা পর্যন্ত। প্রাথমিক অবস্থায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ভোররাতে বাড়তি ইঞ্জিন ও দমকল কর্মী পাঠানো হয় ঘটনাস্থলে। আগুন নেভাতে গিয়ে জখম হন দুজন দমকল কর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মল ও আশপাশের বাসিন্দা মিলিয়ে সাড়ে ৩ হাজারেরও বেশি বাসিন্দাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মল সংলগ্ন এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
#UPDATE: Two fire personnel injured during the firefighting operation at a mall in Mumbai's Nagpada area. https://t.co/K8Suf4ZQq8
— ANI (@ANI) October 23, 2020
আগুন নেভাতে অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করছে মুম্বই দমকল বিভাগ। ঘটনাস্থলে রয়েছেন উচ্চ পদস্থ আধিকারিকরা। এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর দমকল আধিকারিকদের অনুমান শর্ট সার্কিটের ফলেই এই আগুন লেগেছে। তবে সেবিষয়ে এখনও নিশ্চিত নন তাঁরা। আগুন নেভার পর সবিস্তারে তদন্ত চালানোর পরই আগুন লাগার সঠিক কারণ জানা যাবে।