Share it

সর্বকালের সেরা ক্রিকেটার বিরাটের ছন্দে ফিরতে সময় লাগবে না। বললেন প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার স্কট স্টাইরিশ। ১৩তম IPL-এ সোমবার তাদের অভিযান শুরু করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দীর্ঘ ৬ মাস পর ব্যাট হাতে নামছেন RCB অধিনায়ক। কিন্তু, তাতে বিন্দুমাত্র বিচলিত নন প্রাক্তন কিউই ক্রিকেটার। তাঁর মতে, বিরাট সর্বকালের সেরা ক্রিকেটারদের অন্যতম। তাঁর মতো ক্রিকেটারের ছন্দে ফেরা শুধু সময়ের অপেক্ষা।


একটি জনপ্রিয় স্পোর্টস টিভি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্কট স্টাইরিশ। সেখানেই তিনি বলেন, “আমার মনে হয় না বিরাট কোহলির কোনও সমস্যা হবে। বিরাট একজন সর্বকালের সেরাদের একজন। এতগুলো বছর ধরে IPL-এও তিনি ভালো খেলছেন। সুতরাং তাঁকে যদি স্ট্রাগল করতে হয়, তাহলে অন্যরাও স্ট্রাগল করবে। বিরাট একজন পেশাদার ক্রিকেটার। অন্যদেরও দক্ষতাকেও তিনি বাড়িয়ে তুলতে সক্ষম হয়েছেন, তা একমাত্র এই পেশাদারিত্বের কারণে। তাঁর আরও ভালো পারফর্ম করার ক্ষিদেটা দুর্দান্ত। আমি নিশ্চিত, বিরাট তৈরি আছেন টুর্নামেন্টে ভালো খেলার জন্য।”


এদিকে সোমবার সানরাইজার্স হায়দরাবাদকে হারাতে পারলেই নতুন নজির গড়বেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে ৫০টি ম্যাচ জয়ের মালিক হয়ে যাবেন তিনি। তাঁর আগে এই কৃতিত্ব রয়েছে মহেন্দ্র সিং ধোনি (১০১), গৌতম গম্ভীর (৭১) এবং চারবারের চ্যাম্পিয়ন মুম্বই দলের ক্যাপ্টেন রোহিত শর্মা (৬০)। পাশাপাশি আরও দুটি নজির সৃষ্টির দোরগোড়ায় কোহলি। প্রথমত, আর ২০ রান করতে পারলেই IPL-এ হায়দরাবাদের বিরুদ্ধে সর্বোচ্চ রানের মালিক হবেন তিনি। দ্বিতীয়ত, টুর্নামেন্টে আর ১০টি ছক্কা হাঁকালেই ২০০টি ওভার বাউন্ডারি মারার তালিকায় ঢুকে পড়বেন কিং কোহলি। এখনও পর্যন্ত IPL-এ ৩২৬টি ছক্কা হেঁকেছেন ক্রিস গেইল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে এবি ডেভিলিয়ার্স ও ধোনি। তাঁরা মেরেছেন যথাক্রমে ২১২ ও ২০৯টি ছক্কা।

Share it