রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ ঘিরে যার দিকে তাকিয়ে ছিল তামাম বিরাট ভক্তদের হতাশই হতে হল। ১২ বলে মাত্র ১৪ রান করে প্যাভেলিয়নে ফিরতে হল কিং কোহলিকে। IPL-এ অভিষেক হওয়া পেসার নটরাজনের বলে লং অন-এ রশিদের হাতে ক্যাচ দিয়ে আউট হন বিরাট।
FIFTY!@ABdeVilliers17 brings up yet another half-century in IPL.#Dream11IPL #SRHvRCB pic.twitter.com/cEoZjcbZeO
— IndianPremierLeague (@IPL) September 21, 2020
ওপেনিংয়ে অবশ্য দর্শকদের মন ভরিয়ে দেন RCB-এর হয়ে অভিষেক হওয়া আরও এক নবাগত দেবদূত পড়িক্কল। মাত্র ৪২ বলে ৫৬ রান করে প্যাভেলিয়নে ফেরার পথে বিরাটেরও পিঠ চাপরানি উপহার পেলেন দেবদূত।
Incredible innings on debut! 👏🏻👏🏻#PlayBold #IPL2020 #WeAreChallengers #Dream11IPL #SRHvRCB https://t.co/LCXDPXSYsQ
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 21, 2020
তবে রয়্যাল চালেঞ্জার্সকে টানেন এ বি ডেভিলিয়র্স। তাঁর ৩০ বলে ৫১ রানের সুবাদে লড়াই করার মতো স্কোরে পৌঁছয় RCB। ২০ ওভারে ৫ উইকেটে ১৬৩ রান তোলে রয়্যাল চালেঞ্জার্স বেঙ্গালুরু।