মঙ্গলবার চেন্নাই সুপার কিংসের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে IPL অভিযান শুরু করছে রাজস্থান রয়্যালস। প্রথম ম্যাচে ওপেনার জস বাটলার ও অলরাউন্টার বেন স্টোকসকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে রাজস্থানকে। অপরদিকে স্বস্তিতে নেই CSK-ও। ধোনি ব্রিগেডও বেশ কয়েকটি ম্যাচে পাবে না ডোয়েন ব্রাভোর সার্ভিস। অনিশ্চিত ইমরান তাহিরও। তাই প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশন নিয়েই রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামার সম্ভাবনা বেশি চেন্নাইয়ের।
Prepared for #RRvCSK. Ready to #HallaBol. 💗#RoyalsFamily | #Dream11IPL pic.twitter.com/joxDgqruca
— Rajasthan Royals (@rajasthanroyals) September 21, 2020
IPL-এর শুরুটাই দূর্ধর্ষ করেছে চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার শারজায় রাজস্থানের বিরুদ্ধেও জয়ের ধারা ধরে রাখতে চায় তারা। প্রথম ম্যাচে জয় আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে ধোনির দলের। আম্বাতি রায়ডু ও ফাফ ডুপ্লেসির অনবদ্য ব্যাটিং আশ্বস্ত করেছে টিম ম্য়ানেজমেন্টকে। নজর কেড়েছে ধোনির অধিনায়কত্বও। যদিও ওপেনিংয়ে মুরলি বিজয় ও শেন ওয়াটসন ব্যাটে রান না পাওয়ায় কিছুটা চিন্তায় রয়েছে CSK থিঙ্ক ট্যাঙ্ক।
The process goes on. 🦁💛 #WhistlePodu #Yellove pic.twitter.com/Epn3da9ZK5
— Chennai Super Kings (@ChennaiIPL) September 21, 2020
অপরদিকে দলে একাধিক তারকা না থাকায় সমস্যায় জর্জরিত রাজস্থান রয়্যালস দল। ওপেনিংয়ের দায়িত্ব সামলাবেন সঞ্জু স্যামসন ও ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের তারকা ব্যাটসম্যান জশস্বী জয়সওয়াল। মিডল অর্ডারে অধিনায়ক স্টিভ স্মিথ ছাড়াও রয়েছেন অভিজ্ঞ রবিন উথাপ্পা ও প্রোটিয়া তারকা ডেভিড মিলার। CSK-এর দুরন্ত ব্যাটিং লাইন আপকে থামানো বড় চ্যালেঞ্জ রাজস্থানের জোফ্রে আর্চার, জয়দেব উনাদকাট এবং শ্রেয়স গোপালদের।
The return of Steve Smith. 💗#RRvCSK | #HallaBol | #RoyalsFamily | #Dream11IPL | @stevesmith49 pic.twitter.com/Od89CQ1UAn
— Rajasthan Royals (@rajasthanroyals) September 22, 2020
IPL-এর ইতিহাসে এখনও পর্যন্ত দুই ফ্র্যাঞ্চাইজি মুখোমুখি হয়েছে ২১ বার। যার মধ্যে ধোনির চেন্নাই দল ১৪ বার ম্যাচ জিতেছে। রাজস্থান চেন্নাইকে হারাতে পেরেছে মাত্র ৭ বার। তবে এই ম্যাচে দর্শকরা তাকিয়ে থাকবেন ধোনি ধামাকা দেখার জন্য। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে শেষের দিকে ব্যাট করতে নামলেও শূন্য রানে অপরাজিত ছিলেন MSK। মঙ্গলবার মরুশহরে মাহি ঝড় দেখার অপেক্ষায় তাঁর ভক্তরা।