নিউজ ওয়েভ ইন্ডিয়া: ১২ বছরে মাত্র একবার ফুটতে দেখা যায় এই ফুলকে। নীলাকুরিনজি ফুলের সৌন্দর্যে মাতোয়ারা দেশ বিদেশের পর্যটকরা। দক্ষিণের রাজ্য কর্নাটকের কুর্গের মাদিকেরি পর্বতমালা এলাকায় এবার এই ফুল ফুটতে দেখা গেছে।
Thousands of tourists from across the state and native district are making a beeline to witness the beauty of nature amid #Covid fears on weekdays as restrictions are imposed during weekends. pic.twitter.com/rOxOvXHCTm
— IANS Tweets (@ians_india) August 19, 2021
আমাদের দেশে এই নীলাকুরিনজি ফুলের ৪৬ রকমের প্রজাতি পাওয়া যায়। যার প্রায় প্রতিটি থেকেই তৈরি হয় ভেষজ ওষুধ।
#Karnataka: For those who love to witness the hills of Coorg (Madikeri) bathed in a dreamy shade of blue, the Neelakurinji (Strobilanthes kunthiana), a flower which blooms once in 12 years are already giving sight to behold. pic.twitter.com/au0JPNeklv
— IANS Tweets (@ians_india) August 19, 2021
কর্নাটকের কাশ্মীর নামে পরিচিত মাদিকেরি পর্বতমালা। নীলাকুরিনজির সমারোহ দেখা যায় এখানে। পাহাড়ের গা বেয়ে বেগুনি রঙের ফুটে থাকা এই ফুল অসাধারণ মাধুর্য ছড়ায় প্রকৃতিতে। যার অমোঘ আকর্ষণ উপেক্ষা করতে পারে না পর্যটকরাও। এবার কোভিডের জন্য পর্যটকরা ব্যাপকহারে মাদিকেরি পর্বতমালায় যেতে না পারলেও অনেকেই যাচ্ছেন ছুটে।
সারা পৃথিবীতে এর ২৫০টি প্রজাতি রয়েছে। ভিন্ন ভিন্ন সময়ে এক এক প্রজাতির ফুল ফোটে। ভালোবাসার প্রতীক হিসেবেও দেখা হয় নীলাকুরিনজি ফুলকে। যার জন্য এর অপর নাম ‘ফ্লাওয়ার অফ লাভ’।