Mamata Durga Painting
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: শিল্পীর কল্পনায় ‘মা দুর্গা’ রূপে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিত্রায়নে ফুটিয়ে তুললেন তাঁর সেই কল্পনা। মা দুর্গার দশ হাতে অস্ত্রের বদলে বাংলার বিখ্যাত দশটি প্রকল্পকে বর্ণনা করেছেন তিনি।


হুগলি জেলার এই শিল্পী জানিয়েছেন, “দিদি একাই কোভিড অসুরকে বধ করছেন। তাঁর দশহাতে বাংলার দশটি প্রকল্প সাজিয়ে দিয়েছি।”

Share it