নিউজ ওয়েভ ইন্ডিয়া: সিংহলী গায়িকা ইওহানির ‘মানিকে মাগের হিতে’ গানে মন্ত্রমুগ্ধ তামাম দুনিয়া। ভারত ও তার পার্শ্ববর্তী দেশগুলোও এই গানে মজেছে। বিভিন্ন ভাষায় নিজেদের মতো মিক্স অ্যান্ড ম্যাচ সং পরিবেশন করছেন গায়ক গায়িকারা। ভাষা না জানলেও সুরের জাদুতে মায়াজাল বিছিয়েছে এই গান। বলিউড সিঙ্গার অন্তরা নন্দী ও তাঁর বোন অঙ্কিতাও ‘মানিকে মাগে হিতে’-এর জ্বর থেকে মুক্ত হতে পারেননি।
এবার তাঁদের দুই বোনের গলাতেই নতুন করে নেটদুনিয়ায় ঝড় তুলেছে এই গান। অনবদ্য পরিবেশনায় নন্দী সিস্টার্স সংগীত প্রেমী মানুষের হৃদয় জয় করে নিয়েছেন তাঁরা।
এর আগেও নেটদুনিয়ায় বারবার নতুন নতুন চমক এনেছেন দুই বোন। অন্তরা ও অঙ্কিতার সুরে মেলবন্ধন ও মায়া জডানো কণ্ঠের অনুরাগী বহু মানুষ। সবসময়ই তাঁদের গানে নতুনত্ব কিছু থাকে। তাই এবারেও ‘মানিকে মাগে হিতে’ গেয়ে শ্রোতাদের চমক দিলেন নন্দী সিস্টার্স।