নিউজ ওয়েভ ইন্ডিয়া: ফুটবলের প্রতি বাঙালির আবেগ, ভালোবাসা চিরন্তন। বাঙালিত্ব প্রমাণের ক্ষেত্রে আমরা প্রায়ই বলে থাকি, ‘ফুটবল প্রিয় বাঙালি’। খাঁটি বাঙালিত্ব বোঝাতে ‘মাছে-ভাতে বাঙালি’ অথবা ‘ভ্রমণপিপাসু বাঙালি’র পাশাপাশি ‘ফুটবল’ শব্দটিও চলে আসে অজান্তেই। তবে চামরা গোলাকার বস্তু থেকে ‘বাঙালির তুমি ফুটবল’ হয়ে উঠতে একটা রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাসও আছে। বাঙালির পায়ে কবে থেকে ‘চামরা গোলাকার বস্তু’ আঁটোসাঁটো হয়ে বসল, তার ইতিহাস ঘাঁটতে গেলে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর নাম সর্বাগ্রে উচ্চারিত হবে। সেই ঐতিহাসিক ফুটবলের প্রবাদপুরুষের জীবনী অবলম্বনে তৈরি গোলন্দাজ এবার বড় পর্দায় আসতে চলেছে।
দেব, ঈশা, অনির্বাণ অভিনীত গোলন্দাজ ছবির ট্রেলর লঞ্চ হল শুক্রবার বিশ্বকর্মা পুজোর পুন্য দিবসে। ১৮৭৭ সাল। ব্রিটিশ রাজের ভারতের রাজধানী তখনও কলকাতা। মাত্র ১০ বছর বয়সে ময়দানে সাহেবদের ফুটবল খেলতে দেখে আকৃষ্ট হয়েছিলেন এক বাঙালি। সেই নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পা-ই ফুটবলকে ভালোবাসতে শিখিয়েছিল বাঙালিকে। পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’ ছবির ২.৫০ মিনিটের ঝলকেই ধরা পড়েছে সেই আবেগ। দেশপ্রেম আর ফুটবলের মেলবন্ধনে বাঙালির আবেগকে প্রায় দেড়শো বছর আগে ফিরিয়ে নিয়ে গেছেন পরিচালক।
নগেন্দ্রপ্রসাদের ভূমিকায় অভিনয় করেছেন দেব। তাঁর স্ত্রী শোভাবাজারের রানির ভূমিকায় ঈশা সাহা। রয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও। ফুটবলের পাশাপাশি রোম্য়ান্স ও থ্রিলার দুটোকেই সমানভাবে মিশিয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ছবিটি মুক্তি পেতে চলেছে ১০ অক্টোবর। এর আগে ১৫ অগাস্ট মুক্তির দিন স্থির হলেও তা সম্ভব হয়নি কোভিড পরিস্থিতির কারণে। থিয়েটার হলগুলিও ছিল বন্ধ। সেই কারণেই পুজো রিলিজ হিসেবে দর্শকদের সামনে আসতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘গোলন্দাজ’।