Nishi Music Video
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ভ্যালেন্টাইন্স ডে-এর দিনেই মুক্তি পেয়েছে এনা সাহা ও রবি সাউ অভিনীত মিউজিক ভিডিও ‘নিশি’। অ্যাশ কিং ও নিকিতা গান্ধীর গাওয়া সেই গান ইতিমধ্যেই মনজয় করেছে দর্শক-শ্রোতাদের। সেই মিউজিক ভিডিও শ্যুট হয়েছে কাশ্মীরের পটভূমিকায়।

মিউজিক ভিডিও-এর প্রযোজক Jarek Entertainment। কাশ্মীরে শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে আড্ডা দিতেই Jarek Entertainment-এর অফিসে হাজির হয়েছিল নিউজ ওয়েভ ইন্ডিয়া। সেখানেই কাশ্মীরে শ্যুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মনখোলা আড্ডা দিল এনা সাহা ও রবি সাউ।

কাশ্মীরে শ্যুটিংয়ের সময় ঘনঘন আবহাওয়ার পরিবর্তন হত। কখনও রৌদ্রজ্জ্বল দিন তো কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যেত তুষারপাত। এমন পরিস্থিতিতে কঠিন হয়ে যেত শ্যুটিং। তখন হোটেল রুমের জানলা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দারুন উপভোগ করতেন রবি। তবে শ্যুটিং শিডিউলে দেরি হওয়ার কারণে প্রযোজক হিসেবে এনা দারুন চাপে পড়ে যেত বলেও মজা করেছেন তিনি।

এনাও কাশ্মীরের শ্যুটিং দারুন উপভোগ করেছেন বলে জানিয়েছেন। ডাল লেক সহ কাশ্মীরের অপূর্ব সব লোকেশনে ভিডিও শ্যুট হয়েছে ‘নিশি’র। সেটাও দারুন অভিজ্ঞতা বলে জানিয়েছেন এনা-রবি। দুজনেই স্থানীয় খাবারও চুটিয়ে খেয়েছেন বলেও জানিয়েছেন এনা। শ্যুটিং করতে গিয়ে বিভিন্ন ছোটখাট সমস্যা তৈরি হত হামেশাই। সেইসময় স্থানীয় বাসিন্দাদেরও দারুন সহায়তা পেয়েছেন তাঁরা।

এখানেই শেষ নয় আড্ডা দিতে দিতে ‘নিশি’ গানও গুনগুন করে দু’কলি গেয়ে নিউজ ওয়েভ ইন্ডিয়ার দর্শকদের জন্য উপহার দিলেন রবি-এনা।

Share it