সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এভারলাইট দুর্গা কালেকশন লঞ্চে অভিনেত্রী মধুমিতা সরকার, সঙ্গীত শিল্পী অনুপম রায় ও ডিরেক্টর জয়িতা সেন
Share it


নিউজ ওয়েভ ইন্ডিয়া: শারদীয়া দুর্গোৎসবের সূচনালগ্নে নতুন এভারলাইট দুর্গা কালেকশন লঞ্চ করল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। শুক্রবার সংস্থার বৌবাজারের বিপনিতে এই লাইট জুয়েলারি কালেকশন লঞ্চ করেন টলিউড স্টার মধুমিতা সরকার ও সঙ্গীত শিল্পী ও সুরকার অনুপম রায়। ছিলেন সংস্থার ডিরেক্টর জয়িতা সেনও।

অনুষ্ঠানে এভাইলাইট দুর্গা কালেকশনের একটি মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। মিউজিক ভিডিওটি বাংলা ও হিন্দি দুটি ভাষায় তৈরি করা হয়েছে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডিরেক্টর জয়িতা সেন জানিয়েছেন এই কালেকশনগুলি প্রাকৃতিক উপাদানের ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে। যার দাম শুরু ১৫ হাজার টাকা থেকে। পুজোপার্বণ সহ সমস্তরকম অনুষ্ঠানেই এই গয়না পরা যাবে।

অভিনেত্রী মধুমিতা সরকার ও সঙ্গীত শিল্পী অনুপম রায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

পুজো উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ ছাড়েরও ঘোষণা করেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। সমস্তরকম সোনার গয়নার ওপর ১৫ শতাংশ ও হীরের গয়নার ওপর ১০০ শতাংশ মজুরিতে ছাড় দেওয়া হচ্ছে।

Share it