Share it

দুই সাংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহানকে একসঙ্গে পর্দায় অভিনয় করতে দেখতে পাবেন বাংলা সিনেমার দর্শকরা। এবার পুজোয় রিলিজ করছে সেই ছবি। কী ছবি? এতক্ষণে হয়ত আপনারা আন্দাজ করতে পারছেন কিছুটা। হ্যাঁ, ‘SOS কলকাতা’র কথা বলছি। শুক্রবার প্রকাশিত হল বাংলা সিনেমা SOS Kolkata-র টিজার। সকাল ১০টায় ইউটিউবে প্রকাশ করা হয় এটি। আর প্রকাশের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে এই ছবির টিজার। হ্যান্ডসাম পুলিশ অফিসারের চরিত্রে নায়ক যশের সঙ্গে নুসরত জাহানকে পুলিশ অফিসারের ভূমিকায় আর মিমিকে একটি গ্ল্যামারাস লুকে দেখতে পেয়ে আপ্লুত নেটিজেনরা।


ছবির কাহিনি ভালোবাসার শহর কলকাতার সন্ত্রাসবাদ নিয়ে। সন্ত্রাস দমনকারী স্কোয়াড কি পারবে প্রিয় শহরকে সন্ত্রাসবাদীদের হাত থেকে রক্ষা করতে? ছবিটি দেখতে হলে বা পুরো কাহিনি জানতে হলে পুজোর সময় আপনাকে যেতে হবে সিনেমা হলে। ছবিতে লিড রোলে অভিনয় করেছেন যশ দাশগুপ্ত, নুসরত জাহান, মিমি চক্রবর্তী, এনা সাহা, সব্যসাচী চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি সহ আরও অনেকে। ছবির নির্দেশক অংশুমান প্রত্যুষ, ছবির গানে সুর দিয়েছেন স্যাভি ও প্রতীক কুণ্ডু। ‘SOS Kolkata’ প্রযোজনা করছে জারেক এন্টারমেন্ট ও প্রত্যুষ প্রডাকশন।


মিমি, নুসরত ও যশ সকলেই নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে ছবির ভিডিও ক্লিপ প্রকাশ করে জানিয়েছিলেন শুক্রবার সকাল ১০টায় প্রকাশ করা হবে ‘SOS কলকাতা’র টিজার। তারও আগে ৭ জুলাই প্রকাশ পায় ‘SOS কলকাতা’ ছবির ফার্স্ট লুক। তাতে এক শিশুকন্যার সঙ্গে এক হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে পিছন ফিরে থাকতে দেখা গেছে যশকে। লকডাউনের মধ্যেই শুটিং সম্পূর্ণ হয়েছিল এই ছবির।

Share it