Share it

করোনাকালে একটি কথা চালু রয়েছে বলিউড অভিনেতা সোনু সুদকে নিয়ে। বলা হচ্ছে, ‘যাঁর কেউ নেই তাঁর সোনু সুদ আছেন।’ করোনা পরিস্থিতিতে অসংখ্য পরিযায়ী শ্রমিককে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছেন সোনু সুদ। শুধু তাই নয়, কারোও পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবামূলক কাজে এগিয়ে আসা, বলিউডে তাঁর জুড়ি মেলা ভার। আর এসব কর্মকাণ্ডের জন্যই এবার আন্তর্জাতিক সম্মান পেলেন ৪৭ বছরের এই অভিনেতা।


মানবসেবার কাজে স্বীকৃতিস্বরূপ ইউনাইটেড নেশনস ডেভলপমেন্ট প্রোগ্রামে (UNDP)-এর তরফে সম্মানিত করা হল বলিউড অভিনেতাকে। করোনা পরিস্থিতির জেরে রাষ্ট্রসংঘের তরফে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সম্মানিত হয়ে খুশি বলিউড অভিনেতাও। তবে সোনু জানান, কোনও প্রত্যাশা রেখে তিনি এই সমাজসেবামূলক কাজে নামেননি। নিছক মানবিকতার খাতিরেই মানুষের পাশে দাঁড়িয়েছেন। ভবিষ্যতেও তাঁর এভাবেই এগোনোর পরিকল্পনা রয়েছে। তবে এই সম্মান তাঁকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলেও জানিয়েছেন বলিউড অভিনেতা।


তাঁর আগে এই পুরস্কার পেয়েছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি, লিওনার্দো ডি’ক্যাপ্রিও, কেট ব্ল্যানচেট, অ্যান্টোনিও ভ্যান্ডারাস, বিখ্যাত ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম ও আরও অনেকে।

Share it