Share it

রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। নবান্নে সোমবারই এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর অবসর নিচ্ছেন বর্তমান মুখ্যসচিব রাজীব সিংহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইট বার্তায় জানিয়েছেন, “রাজীব সিনহার জায়গায় আসছেন আলাপন বন্দ্যোপাধ্যায়।” ১৯৮৭-র ব্যাচের IAS অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায় এত দিন রাজ্যের স্বরাষ্ট্রসচিব হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সংসদ বিষয়ক এবং তথ্য ও সংস্কৃতি দফতরের দায়িত্বও তাঁর হাতে রয়েছে।


বর্তমান মুখ্যসচিব রাজীব সিনহাকে দায়িত্ব দেওয়া হচ্ছে রাজ্য শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান পদের। আগামী তিন বছরের জন্য রাজীব সিনহা ওই পদে থাকবেন বলে টুইটারে জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও দুই সচিবের রদবদলের কথা জানিয়েছেন। এইচকে দ্বিবেদী নতুন স্বরাষ্ট্র সচিব হচ্ছেন বলে জানিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এছাড়াও অর্থ সচিব হচ্ছেন মনোজ পন্থ। আগামী ১ অক্টোবর থেকে এই রদবদল কার্যকর হচ্ছে।

Share it