Share it

রবিবার সকালে লাল-হলুদ সমর্থকদের কাছে সুখবর। ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড- এর কর্ণধার নীতা আম্বানি জানিয়ে দিলেন এবার ISL খেলবে ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগের ওয়েবসাইটে তিনি ঘোষণা করেন, ইন্ডিয়ান সুপার লিগে একাদশতম দল হিসাবে অন্তর্ভুক্ত হল ইস্টবেঙ্গল। মেগা টুর্নামেন্টে এবার দেখা যাবে ইস্টবেঙ্গল-মোহনবাগানের ডার্বি ম্যাচ।

 
লাল-হলুদ ক্লাব যে ISL খেলছে তা বেশ কিছুদিন আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। নতুন স্পনসর পাওয়ায় কেটে গিয়েছল সমস্ত জটিলতা। তবে সরকারি ঘোষণার অপেক্ষায় ছিল ক্লাব সমর্থকরা। রবিবার সকালে সেটাও হয়ে গেল।

নীতা অম্বানি জানিয়েছেন, “ISL-এর জন্য এটি অত্যন্ত গর্বের একটা মুহূর্ত। ইস্টবেঙ্গল ক্লাব ও তার লক্ষ লক্ষ সমর্থকদের লিগে স্বাগত জানাচ্ছি। দুই ঐতিহ্যশালী ক্লাব- ইস্টবেঙ্গল ও মোহনবাগানের অন্তর্ভুক্তি ভারতীয় ফুটবলে সীমাহীন সুযোগ আনতে চলেছে। সেই রাজ্যে প্রতিভা অন্বেষণের ক্ষেত্রে এটা একটা বড় ধাপ।”

Share it