প্রয়াত বাংলা চলচ্চিত্র অভিনেতা ও সঙ্গীত শিল্পী শক্তি ঠাকুর। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। মেয়ে মেহুলী ঠাকুর সোশ্যাল মিডিয়ায় এখবর জানিয়েছেন। সোমবার ভোরে আশির দশকের জনপ্রিয় শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
আমার বাবা…. আর নেই… নেই
Massive cardiac arrest…..
কয়েক ঘন্টার মধ্যেই চলে গেল….
আমার বাবা….. কিচ্ছু করতে পারলাম না……Posted by Mehuli Goswami Thakur on Sunday, 4 October 2020
সোশ্যাল মিডিয়ায় মেহুলী জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টা মধ্যেই প্রয়াত হন সংগীত শিল্পী। উৎপল দত্ত, বিকাশ রায়, অনুপ কুমার, রবি ঘোষ সহ বিশ্ববরেণ্য অভিনেতাদের সঙ্গে দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন শক্তি ঠাকুর। ‘দাদার কীর্তি’ ছবিতে তাঁর অভিনয় কোনওদিন ভুলবেন না বাঙালি দর্শক। প্লে ব্যাক সিঙ্গার হিসেবেও তিনি ছিলেন বেশ উচ্চমানের। বহু বাংলা ছবিতে প্লে ব্যাক করেছেন শক্তি ঠাকুর। তাঁর মৃত্যুতে সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে।
আমি তো ভুলেই গিয়েছিলাম যে বাবা মায়েরা একদিন চলে যায়…. জীবনে কোনোদিনও স্মশানে আসিনি…. আজ সবই জীবনে প্রথম বার………
Posted by Mehuli Goswami Thakur on Sunday, 4 October 2020
শক্তি ঠাকুরের ছোট মেয়ে মোনালি ঠাকুর বলিউড সংগীত জগতে সুপ্রতিষ্ঠিত। বলিউড ও টলিউডে তাঁর বেশ কিছু সুপারহিট গান রয়েছে। এই মহুর্তে মোনালি সুইৎজারল্যান্ডে রয়েছেন। ফলে শেষ সময়ে বাবার পাশে থাকতে পারলেন না তিনি।