Share it

বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফিট উচ্চতায় অবস্থিত এই টানেল। হিমালয়ের পীর পঞ্জল রেঞ্জ-এ রোহতাং পাসের নিচে লেহ-মানালি হাইওয়েতে এই টানেল অবস্থিত। ৯.২ কিমি লম্বা এই টানেল বানাতে সময় লেগেছে প্রায় দশ বছর।

 
এই টানেল চালু হওয়ায় মানালি ও লেহ-র মধ্যে দূরত্ব প্রায় ৪৬ কিলোমিটার কমে গেল। ফলে যাতায়াতের সময়ও কমে গেল চার থেকে পাঁচ ঘণ্টা। রোহতাং-এ এই টানেল তৈরি হওয়ায় লেহ-লাদাখ পৌঁছতে বিশেষ সুবিধা হবে সেনাবাহিনীর। লেহ-মানালি হাইওয়েতে অবস্থিত এই টানেল যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করবে। প্রতি বছর ভারী বরফ পড়ার ফলে বছরে প্রায় ছ’মাস লাহুল-স্পিতি ভ্যালির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। এবার এই টানেল চালু হয়ে যাওয়ায় তা আর হবে না বলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন।


এই টানেলের ভেতরে প্রতি ৬০ মিটার অন্তর CCTV ক্যামেরা বসানো আছে। এছাড়া প্রতি ৫০০ মিটার অন্তর টানেল থেকে বেরনোর জন্য এমার্জেন্সি এগজিটের ব্যবস্থাও আছে। টানেলের ভেতরে আগুন লাগার ঘটনা ঘটলে প্রতিরোধ ব্যবস্থা হিসেবে পাঁচটি হাইড্র্যান্ট বসানো আছে। টানেলটি চওড়া সাড়ে দশ মিটার। এর মধ্যে রয়েছে দুপাশে ১ মিটার করে ফুটপাত। সড়কপথে লেহ যাওয়ার দুটি রাস্তার একটি রোটাং পাস, অন্যটি জোজিলা পাস। শীতকাল তুষারপাতের কারণে এই দুই রাস্তাতেই গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত। কিন্তু, এবার থেকে আর সেই সমস্যা থাকবে না। এছাড়াও এটি দর্শনীয় পর্যটনস্থল হিসেবেও দেশের মানচিত্রে স্থান করে নিল। এখন থেকে পর্যটকদের কাছেও স্পেশাল আকর্ষণের জায়গা হল এই টানেল। দীর্ঘ টানেলটিতে থাকছে ভিউ পয়েন্টও।

Share it