Share it

টিটাগড়ে বিজেপি নেতা খুনের ঘটনায় রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত বড় আকার নিতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল সোমবার সকালে ডেকে পাঠিয়ে পাঠিয়েছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও ডিজিকে। কিন্তু, হাজির হননি কেউই। এরপরই ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনখড় টুইট করেন।


রাজ্যপাল টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চান। পাশাপাশি তিনি বলেন, “নিস্তব্ধতাই যেন অনেক সত্যকে তুলে ধরছে।” তবে স্বরাষ্ট্রসচিব বা DG কেউ দেখা না করলেও রাজভবনে যান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁদের মধ্যে কী কথা হয়েছে তা যদিও স্পষ্ট নয়।


BJP-এর দাপুটে নেতা মনীশ শুক্লা খুনে গতকাল রাতেই টুইট করে ক্ষোভ প্রকাশ করেন জগদীপ ধনখড়। ঘটনায় রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও পুলিশের DG-কে ডেকে পাঠান রাজ্যপাল। টুইটে তিনি জানিয়েছেন, রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির জন্যই ভয়াবহ খুনের ঘটনা। বিজেপি নেতাকে রবিবার সন্ধ্যায় টিটাগড়ে দুই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী বাইকে চড়ে এসে খুব কাছ থেকে ১২-১৩ রাউন্ড গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বাইপাসের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টার ব্যারাকপুর বনধের ডাক দেয় BJP।

Share it