সুদীপ্ত চক্রবর্তী, নিউজ ওয়েভ ইন্ডিয়া: শরীর দেখানো নিয়ে ছুতমার্গ তাঁর কোনওদিনই ছিল না। বরং বোল্ড ফটোশুট বা সাহসী দৃশ্যে অভিনয় করেও যে তার মধ্যে শিল্প মাধুর্য ধরে রাখা যায় সেটা স্বস্তিকাই পথ দেখিয়েছেন। এবারেও তার অন্যথা হল না।
অতি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের উন্মুক্ত পিঠের খাঁজকে প্রদর্শিত করেছেন ভারতীয় সিনেমার এই সাহসী অভিনেত্রী। সেইসঙ্গে তাঁর পৃষ্ঠদেশের ভাঁজকে ভালোবাসার কথাও ব্যক্ত করেছেন স্বস্তিকা। লিখেছেন, ‘Handel Them With Love’।
‘প্রাউড’ সিঙ্গল মাদার স্বস্তিকা, তাঁর জীবনের প্রেম, সম্পর্ক সব কিছু নিয়েই খোলাখুলি জানিয়েছেন। ইনস্টাতে খোলা পিঠ ভারী সিল্ক শাড়ি পরে ফিল্ম ইন্ডাস্ট্রির চলতি ধারণার পক্ষে জোরালো সাওয়াল রাখলেন স্বস্তিকা। মুখ খুললেন গ্ল্যামার ইন্ডাস্ট্রির সৌন্দর্যের প্রতি ধ্যান-ধারনা নিয়েও।
মধ্য চল্লিশের এই অভিনেত্রী এই বার্তাই দিলেন, ‘প্রতিটা শরীরই সুন্দর’। শরীরের ভাঁজ নিয়ে সঙ্কোচ ছেড়ে অন্য মহিলাদেরও এগিয়ে আসার আহ্বান জানালেন অভিনেত্রী। বললেন, ‘ফ্যাশন ইন্ডাস্ট্রির সৌন্দর্যের চলতি ধ্যান-ধারণা আমি মানি না। আমি একটু পুরনো মানসিকতার। নিজের শরীর যেরকম, সেরকমভাবেই ভালোবাসি।’