R Madhavan
Share it

সম্পূর্ণ যাত্রীশূন্য ফ্লাইটে দুবাই সফর করলেন জনপ্রিয় অভিনেতা আর মাধবন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন এই দক্ষিণী অভিনেতা। তিনি ছবি শেয়ার করে লিখেছেন, বিষয়টি খুবই আশ্চর্যজনক ও দুঃখেরও।


‘থ্রি ইডিয়টস’, ‘তন্নু ওয়েডস মন্নু’, ‘রহেনা হ্যায় তেরে দিলমে’ খ্যাত এই অভিনেতা একটি ছবির শুটিংয়ের কাজে দুবাই গিয়েছেন। আর সেই যাত্রাপথেই এমন অদ্ভূত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি।

শুধু তাই নয়, দুবাই এয়ারপোর্টে নেমেও তাঁর বিস্ময় কাটেনি। সেখানেও তিনি দেখেন জনমানবশূন্য বিমানবন্দর। দুটি ঘটনারই ভিডিও তিনি ইন্সটাতে শেয়ার করেছেন তাঁর ফলোয়ার্সদের সঙ্গে।

Share it