Jawan Prevue Released
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: পাঠানের পর আরও একটি ভরপুর অ্যাকশন নির্ভর ছবি দর্শকদের উপহার দিতে চলেছেন কিং খান। জওয়ান। ছবির প্রিভিউ অর্থাৎ ঝলক প্রকাশিত হল সোমবার। আর শুরুতেই এসআরকে সুনামি দেখলেন সিনেমাপ্রেমীরা। ইউটিউবে মাত্র পাঁচ-ছয় ঘণ্টায় দেড় কোটিরও বেশি মানুষ দেখে ফেললেন প্রিভিও। লাইকের বহরও বাঁধন ছাড়া।

ছবির অ্যাকশন ও স্পেশাল এফেক্টসের কাজ যেখানে পাঠান শেষ হয়েছিল সেখান থেকেই যেন শুরু করলেন বাদশা। ২ মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউয়ে গুরুগম্ভীর গলার আওয়াজ থেকে শুরু করে মুখোশের আড়ালে বাঁকা হাসি, ব্যান্ডেজ বাঁধা শরীর, নেড়া মাথার লুক একপ্রকার সম্মোহিত করে দিয়েছে এসআরকে ভক্তদের। প্রতিটা ফ্রেমে প্রতিটা সেকেন্ডে যেন তিনিই পর্দার বাদশা তিনিই কিং খান। এই ঝলকে শাহরুখ ধরা দিয়েছেন একাধিক রূপে। কখনও তিনি সেনার বেশে, কখনও আবার লাল শার্ট পরে রোম্যান্টিক মেজাজে। কিন্তু বাল্ড লুকে প্রথমবার বাদশা চমকে দিয়েছেন সকলকে। এই লুকে আরও একটি মাত্রা যোগ করেছে একটি ট্যাটু।

শাহরুখ ছাড়াও এই ছবিতে আছে দক্ষিণের জনপ্রিয় নায়িকা নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মলহোত্রা ও দীপিকা পাড়ুকোন। নজর কাড়ল দীপিকার শাড়ি পড়ে অ্যাকশনের ঝলক। প্রিভিউয়ের শুরুতেই নেপথ্যে শাহরুখের ডায়ালোগ মাতিয়ে দিয়েছে তামাম সিনেপ্রেমীদের। পরিচয় নিয়ে প্রথমেই ধোঁয়াশায় রেখেছেন দর্শকদের। তবে একটি সংলাপে তিনি বলেছেন মাকো কিয়া ওয়াদা হুঁ। অর্থাৎ মায়ের হয়ে কোনও প্রতিশোধমূলক মিশনে নেমেছেন তিনি। এটা পরিষ্কার তাঁর সংলাপে।

ছবিতে রয়েছে তাঁর পুরনো জনপ্রিয় সংলাপ, নাম তো সুনা হোগা। হিন্দি, তামিল ও তেলুগুতে ‘জওয়ান’ ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৭ সেপ্টেম্বর। অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি ‘জওয়ান’-এর পরিচালনা করেছেন দক্ষিণী পরিচালক অ্যাটলি। শোনা যাচ্ছে এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত, থলপতি বিজয়কে।

Share it