লন্ডনে বসছে রাজ-সিমরনের মূর্তি
Share it

তুঝে দেখা তো ইয়ে জানা সনম। নব্বইয়ের দশকে বলিউড সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে-এর গান হৃদয়ে ঝড় তুলেছিল তরুণ-তরুণীদের। শতাব্দীর সেই সেরা রোম্যান্টিক ছবির নায়ক ও নায়িকা শাহরুখ-কাজল জুটির মূর্তি বসছে এবার লন্ডনে। ছবি মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে লন্ডনের লেইসেস্টার স্ক্যোয়ারের ‘সিনস অফ দ্যা স্ক্যোয়ার’ বসছে এই মূর্তি। লন্ডনের একদল ব্যবসায়ী গোষ্ঠী এই উদ্যোগ নিয়েছে।

২০২১ সালের বসন্তেই উন্মোচিত হবে এই যুগল মূর্তি। উদ্যোক্তাদের আশা, ওই সময় মূর্তি উন্মোচন অনুষ্ঠানে পাওয়া যাবে পর্দার ‘রাজ-সিমরন’ দুজনকেই। ব্যবসায়ী সংগঠনের তরফে মার্ক উইলিয়ামস জানিয়েছেন, “বিশ্বে বলিউড সিনেমার গ্রহণযোগ্যতা যেভাবে বাড়ছে, সেক্ষেত্রে এটা একটা দুর্দান্ত ব্যাপার। DDLJ বলিউড ফিল্মের সর্বকালের অন্যতম সেরা সফল সিনেমা। এই প্রথম বলিউডের কোনও সিনেমার দৃশ্যের মূর্তি হিসেবে স্থাপিত হতে চলেছে। বিশ্বে হিন্দি ফিল্মের জনপ্রিয়তা দ্রুত বেড়ে চলায় বলিউডকে সিনেমা শিল্পের অবদানকে অস্বীকার করার উপায় নেই। তাই এটা একরকম শ্রদ্ধাঞ্জলিও।”

এই খবরে খুশি যশরাজ ফিল্মসের কর্তারাও। DDLJ-এর ২৫ বছর পূর্তির পাশাপাশি ৫০ বছর পূর্তি হচ্ছে এই ফিল্ম নির্মাতা সংস্থারও। সেকথা মনে করিয়ে দিয়ে সংস্থার সহ সভাপতি অবতার পানেসর জানিয়েছেন, “২৫ বছর আগে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে-এর মুক্তি সিনেমা জগতের আমূল পরিবর্তন এনে দিয়েছিল। কোটি কোটি ভারতবাসীর মন জয় করেছিল এই ছবি। আমরা এই মূর্তি তৈরির খবর পেয়ে খুবই আনন্দিত। আমরা অত্যন্ত সম্মানিত ও গর্বিত বোধ করছি। আমরা আরও খুশি এই কারণেই হলিউড সুপারস্টারদের পাশাপাশি আমাদের বলিউড সুপারস্টারদের মূর্তিও লেইসেস্টার স্ক্যোয়ারে বসছে।”

Share it