সোনালী দাশগুপ্ত : কান সিং সোধার প্রযোজনা সংস্থা ‘কে এস এস প্রোডাকশন্স অ্যান্ড এন্টারটেনমেন্ট’-এর নতুন প্ল্যাটফর্ম ‘কে এস এস অরিজিনালস অ্যান্ড মিউজিক’ ইতিমধ্যেই একাধিক ছোট ছবি ও মিউজিক ভিডিও দর্শককে উপহার দিয়ে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে। এই প্ল্যাটফর্ম থেকে সম্প্রতি মুক্তি পেয়েছে মিউজিক ভিডিও ‘সামিয়ানা’ (Samiyana)। গানটি দেখা যাচ্ছে ‘কে এস এস অরিজিনালস অ্যান্ড মিউজিক’-এর (KSS Musik) ইউটিউব চ্যানেলে।
গানটি গেয়েছেন ২০২০-২১ এর জি বাংলার সা রে গা মা পা খ্যাত সংগীত শিল্পী রক্তিম চৌধুরী (Raktim Chowdhury)। সা রে গা মা পা-র মঞ্চে বিজয়ের পর তাঁর এই নতুন গান সঙ্গীত রসিকদের কাছে বিশেষ খাতির পাচ্ছে। একটি আদ্যোপান্ত প্রেমের গান সামিয়ানা। নতুন প্রজন্মের মিষ্টি প্রেমের গল্প শোনায় এই গান, মিউজিক ভিডিওতেও রয়েছে সেই ছোঁয়া।
মিউজিক ভিডিওটি দেখুন :
গানটির কম্পোজিশন ও লিরিক্স এর দায়িত্বে ছিলেন প্রান্তিক-পিয়া জুটি। গানের প্রোগ্রামিং ও অনুষঙ্গ নির্মাণ, মিউজিক ভিডিও পরিচালনা ও সম্পাদনা এবং পোস্ট প্রোডাকশন করেছেন গৌরব গুপ্ত (Gaurav Gupta)। ভিডিওতে অভিনয় করেছেন রক্তিম স্বয়ং এবং গার্গী কুণ্ডু (Gargi Kundu)। ভিডিওর ক্যামেরা, এডিটিং ও কালার কারেকশন-এর দায়িত্বে ছিলেন শিবম পাল। মেক আপ করেছেন প্রিয়াঙ্কা বরাল ও প্রজ্ঞা বরাল। গানটি রেকর্ড করা হয়েছে ‘সঙ্গীত স্টুডিও’তে।