সুরজিৎ-কমলিনীর সুরে শ্রাবণী সেন (Srabani Sen)-এর প্রথম হিন্দি মৌলিক গান ‘ইয়াদোঁ কি মেহফিল মেঁ’ (Yaadon Ki Mehefil Main) প্রকাশিত হল কসমিক মিউজিক থেকে। আর শুরুতেই শ্রোতা-হৃদয়ে ঝড় তুলল এই গান। গত কয়েক বছর সংগীত ও বিনোদন জগতে আকস্মিক নক্ষত্র পতনের প্রেক্ষিতে গানের কথা সাজিয়েছেন কমলিনী চট্টোপাধ্যায়। সুরারোপ করেছেন সুরজিৎ ও কমলিনী চট্টোপাধ্যায় যৌথভাবে। গানের অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সমস্ত বাদ্যযন্ত্র নিজেই বাজিয়েছেন সুরজিৎ চট্টোপাধ্যায় (Surojit Chatterjee)। গজল ভিত্তিক এই সুরের সঙ্গে অপূর্ব সংমিশ্রণ ঘটানো হয়েছে মেলোডির। সেইসঙ্গে পাশ্চাত্য ঘেঁষা অ্যারেঞ্জমেন্টে ফের স্বকীয়তা প্রকাশ করেছেন সকলের প্রিয় গুনী শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়।
দেখুন ভিডিও:
রবিবার সোশ্যাল মিডিয়ায় গানটির লিংক প্রকাশের পরেই News Wave India কে বিশেষ সাক্ষাৎকারে সুরকার সুরজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “গত বছর থেকেই শিল্প ও সংস্কৃতি জগতের বহু ব্যক্তিত্বকে হারিয়েছি আমরা। সকলেই কোভিডের কারণে প্রয়াত না হলেও, এটা একটা অপূরণীয় ক্ষতি। সেই ভাবনা থেকেই কমলিনী চট্টোপাধ্যায় হিন্দিতে ‘ইয়াদোঁ কি মেহফিল মেঁ’ গান’ লিখতে শুরু করেন। সঙ্গে সুরে ভাবনাও আসে তাঁর মাথায়। তারপরেই তাতে কিছু নিজস্বতা যোগ করি আমি। দুজন মিলেই এই গানটাকে নিয়ে একসঙ্গে কাজ করতে শুরু করি।”
সুরজিৎ চট্টোপাধ্যায় আরও বলেন, “পরবর্তী সময়ে গানটি রেকর্ড করতে গিয়ে ফিমেল সিঙ্গারের প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করি। সেই হিসেবে একটু অন্য ধরনের মহিলা কণ্ঠশিল্পী হিসেবে শ্রাবণী সেনের কথা মাথায় আসে। কেননা দীর্ঘদিন ধরে রবীন্দ্রসংগীতের জগতে শ্রাবণী সেন একটা উজ্জ্বল নাম। পরীক্ষামূলকভাবে গজলও গেয়েছেন বেশ কয়েকটি। তবে মৌলিক হিন্দি গান হিসেবে এটাই শ্রাবণী দির প্রথম কাজ। কাজটা আমরা বেশ উপভোগ করেছি”
শিল্পী শ্রাবণী সেন এই গানটির বিষয়ে জানিয়েছেন, “সুরজিৎ ও কমলিনীর আবদারেই আমি হিন্দি গান গাইতে রাজি হই। তাছাড়া গানটি আমার শুনেও খুব ভালো লেগেছিল। আর সুরজিৎ খুব প্রতিভাবান শিল্পী। কিন্তু, আমি কতটা ভালো এই গান গাইতে পারব, সেটা নিয়েই দ্বিধায় ছিলাম। মূলত ওঁদের অনুপ্রেরণাতেই আমি এই কাজটি করেছি। সুরজিতের নিজের স্টুডিওতে আমাকে নিয়ে গিয়ে রেকর্ড করানো হয়েছে গানটি। সুরজিৎ এতটাই প্রতিভাবান যে ও একাই সব যন্ত্র বাজিয়েছে, রেকর্ডও করেছে। গত দুবছরে যাঁরা চলে গেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এই গানে। আমার খুবই ভালো লেগেছে কাজটি করতে পেরে।”
গানটি কসমিক হারমোনির ইউটিউব চ্যানেলে প্রকাশের পরেই দারুন আগ্রহ তৈরি হয়েছে শ্রোতা ও সংগীত শিল্পীদের মনে। বলিউড ঘরানার পুরনো মেলোডির সঙ্গে পাশ্চাত্য যন্ত্রানুসঙ্গের মেলবন্ধন অসাধারণভাবে নতুন একরূপে ফুটিয়ে সুরজিৎ চট্টোপাধ্যায়।”