নিউজ ওয়েভ ইন্ডিয়া: সোশ্যাল মিডিয়ার যুগে স্মার্ট ফোন এখন সবার হাতে হাতে। আর এর দাপটেই বিভিন্ন ধরনের ‘অ্যাপ’ ডাউনলোড চলছে অহরহ। টেকনোলজির নতুন নতুন উদ্ভাবনের সবটাই কি উজ্জ্বল দিক? নাকি এর নেপথ্যে বিরাজ করছে ভয়ঙ্কর প্রলয়! এই নিয়েই KLIKK অরিজিনাল নিয়ে আসছে নতুন ওয়েব সিরিজ ‘Encrypted’।
সৌপ্তিক সি পরিচালিত ও Sthalantar Films and Entertainment P Ltd প্রযোজিত এই ওয়েব সিরিজের মিউজিক টিজার ও পোস্টার লঞ্চ হয়ে গেল সোমবার গঙ্গাপাড়ের একটি শপিং মলে। এই প্রথম কোনও ওয়েব সিরিজে টাইটেল মিউজিক গাইতে দেখা যাবে ক্যাকটাসকে। সেইসঙ্গে রক ব্যান্ড হিসেবে ওয়েব সিরিজে অভিনয়ও করতে দেখা যাবে বাঙালির সেনসেশন সিধু-পটাদের।
জমজমাট ওই সন্ধ্যায় হাজির ছিলেন পায়েল সরকার, ঐশ্বর্যা সেন, রিচা শর্মা, রানা বসু ঠাকুর, অমিতাভ আচার্য, অর্পিতা দাস, রানা মুখার্জি, সূর্যেন্দ্র বাগচী, ইন্দ্রনীল দে, সানু সোমনাথ, সুলগ্না চক্রবর্তী ও সঙ্গীত পরিচালক অম্লান চক্রবর্তী।
পরিচালক সৌপ্তিক চক্রবর্তী ও প্রযোজক রণিতা দাস জানালেন, এটি একটি ডার্ক ওয়েব নিয়ে গল্প। প্রতিটি দর্শকই এই গল্পের সঙ্গে রিলেট করতে পারবে নিজেকে। এবং এই গল্পে উপরি পাওনা ক্যাকটাসের গান ও পারফর্মেন্স।
ক্যাকটাসের পটা অর্থাৎ অভিজিৎ বর্মণ জানালেন, “আমরা যে ধরনের গান গাইতে ভালোবাসি এই গানটিও ঠিক সেভাবেই তৈরি হয়েছে। নতুনরা খুব ভালো কাজ করেছেন। আশা করছি, দর্শক-শ্রোতাদের গানটি ভালো লাগবে।”
‘ভরসা রেখো’ গানটি লিখেছেন গোধূলি। সঙ্গীত পরিচালক অম্লান চক্রবর্তী। গানটি ইতিমধ্যেই সকলের ভালো লাগায়, আপ্লুত গোধূলি। আগামীদিনে আরও ভালো কাজ করতে এটা তাঁকে অনুপ্রাণিত করবে বলে জানিয়েছেন তিনি।
Encrypted-এ অন্যতম মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পায়েল সরকার। এছাড়াও ঐশ্বর্যা সেন, রিচা শর্মা, রানা বসু ঠাকুর, সূর্যেন্দ্র বাগচী সহ অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীরাও জানালেন সৌপ্তিকের পরিচালনায় এই ধরনের ডার্ক ওয়েবে কাজ করে দারুন ভালো লেগেছে তাদের।
শুধু ওয়েব সিরিজের প্রোমোশনই নয়, সোমবার সন্ধ্যায় ওই শপিং মলে পারফর্ম করলেন ক্যাকটাসের সদস্যরা। ‘Encrypted’-এর টাইটেল সং ‘ভরসা রেখো’ গাইলেন সকলে। ‘Encrypted’-এর কলাকুশলীদের পাশাপাশি গানের তালে তালে গলা মেলালেন মলে ঘুরতে আসা দর্শক শ্রোতারাও। ২৮ জুন থেকে ক্লিকে দেখা যাবে এই ডার্ক ওয়েবটি।