নিউজ ওয়েভ ইন্ডিয়া: সাবধান। আসছে রঘু ডাকাত। তবে ফিরছেন রুপোলি পর্দায়। সেই রঘু ডাকাতের রূপে ফ্যানদের কাছে দেখা দিলেন অভিনেতা দেব। কালীপুজোর সকালেই প্রকাশ পেল দেব (Dev)-ধ্রুব জুটির দ্বিতীয় ছবির পোস্টার।
আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন – নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা " রঘু ডাকাত " ।
Here's the first look of Raghu Dakat .@dhrubo_banerjee @DEV_PvtLtd@SVFsocial @iammony#RaghuDakat pic.twitter.com/F5rm28sCbF
— Dev (@idevadhikari) November 4, 2021
এবারের পুজোয় মেগা রিলিজ হিসেবে ‘গোলন্দাজ’-এর বিরাট সাফল্য পেয়েছে। এবার আরও একবার এই ডিরেক্টর-অ্যাক্টর জুটিকে দেখা যাবে তাঁদের আগামী ছবিতে। ঐতিহাসিক ‘রঘু ডাকাত’-এর চরিত্রে দেখা যাবে দেবকে। বিংশ শতাব্দীতে কালীর উপাসক বলে বেশ খ্যাতি ছিল রঘু ডাকাতের।
গল্পের বইয়ের পাতায় রঘু ডাকাতের গল্প একসময় গোগ্রাসে গিলত ছোটরা। বর্তমানের বড়দের কাছে নস্টালজিয়া হিসেবে কাজ করে এই রঘু ডাকাত। বাংলার ‘রবিনহুড’ হিসেবে পরিচিত তিনি। এবার অভিনেতা দেব অধিকারী, পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে রুপোলি পর্দায় ফিরছে সেই নস্টালজিয়া। ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনাতেই নির্মিত হবে এই ছবি।
সম্ভবত নতুন বছরে শুরু হবে ছবির শ্যুটিং। দেব আপাতত ছুটি বিদেশে রয়েছেন। তিনি ফিরলেই লুক টেস্টেরও ব্যবস্থা হবে। তারপরেই শুরু হবে বাংলার ঐতিহাসিক চরিত্রকে পর্দায় ফেরানোর তোড়জোড়।