Dadagiri
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ‘দাদাগিরি’ সিজন-৯-এর মঞ্চে শনিবার সদ্য প্রয়াত কিংবদন্তি শিল্পীদের ‘শ্রদ্ধাঞ্জলী’ পর্ব। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দাদাগিরির মঞ্চে হাজির হবেন বাংলা সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। দাদার সঙ্গে কুইজ় গেম তো থাকবেই সেই সঙ্গে থাকবে জনপ্রিয় গান ও স্মৃতিচারণা।

সম্প্রতি জীবনাবসান হয়েছে বাংলা তথা দেশের তিন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্য়ায় ও বাপ্পি লাহিড়ির। ‘সুর সম্রাজ্ঞী’ লতা মঙ্গেশকর, ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায় ও ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ির স্মরণে আজকে দাদাগিরির এই বিশেষ পর্ব। দিকপাল বরেণ্য শিল্পীদের শ্রদ্ধা জানানো হবে গানে-গল্পে।

শনিবারের সন্ধ্যায় এই অনুষ্ঠানে হাজির হবেন গায়িকা হৈমন্তী শুক্ল, হাজির থাকবেন সৈকত মিত্র, শ্রীকুমার চট্টোপাধ্যায়ও। এছাড়াও এই বিশেষ পর্বে খেলতে আসবেন অরুন্ধতী হোম চৌধুরী ও শিবাজী চট্টোপাধ্যায় শিল্পী জুটি। মঞ্চে থাকবেন আরও এক স্বনামধন্য শিল্পী শ্রাবণী সেনও। বিশেষ এই পর্বে প্রতিযোগীদের কাছ থেকে শোনা যাবে প্রয়াত কিংবদন্তিদের সম্পর্কে অনেক অজানা গল্প। তাঁদের সঙ্গে কাজের অভিজ্ঞতা আর গানও শোনাবেন অতিথি প্রতিযোগীরা।

Share it