চিত্রকর ছবির একটি দৃশ্য
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: চিত্তরঞ্জন কর একজন রোড স্কেচ আর্টিস্ট। তাঁর জীবনের উপর ভিত্তি করে নির্মিত হচ্ছে ‘চিত্রকর’ ছবি। এই গল্পটি তাঁর পেশাগত প্রতিষ্ঠা লাভের সঙ্গে জীবনসংগ্রাম এবং স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। চিত্রকরের স্ত্রী সীমা। তিনি একটি বিউটি পার্লারে কাজ করেন। স্বামী চিত্রকরের স্বল্প আয়ের হওয়ার কারণে, তাঁর নিজের সমস্ত উপার্জন পারিবারিক প্রয়োজনে ব্যয় করতে হয়। যদিও তিনি কখনই তাঁর স্বামীকে কেউ কোনওরকম অসম্মান ও অপমান করলে তা সহ্য করেন না।

অটোচালক বেলে চিত্রকরের চিত্রকর্মগুলির ভক্ত। যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করেন চিত্রকরকে। সর্বদা তাঁকে সমর্থনও করেন। একদিন চিত্রকর ও তাঁর স্ত্রীর সঙ্গে দেখা হয় ছোটবেলার বন্ধু তমালের সঙ্গে। এরপরেই তাদের জীবন ওলটপালট হয়ে যায়। তমাল তাদের শোবার ঘরে প্রবেশের পরে কী এমন ঘটেছিল ? চিত্রকর কি তার পেশাগত জীবনে সাফল্য পাবেন, নাকি তাঁর ভাগ্যে অন্য কিছু অপেক্ষা করছে ! জানতে গেলে অপেক্ষা করতে হবে এই ছবি মুক্তি পাওয়া পর্যন্ত।

ছবির পরিচালক আকাশ সরকার। ‘চিত্রকর’ ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস ও মধুমিতা কুশারী। এছাড়াও অভিনয় করেছেন অর্কপ্রভা ভট্টাচার্য, শুভজিৎ দাস, রুমা ভদ্র। ‘চিত্রকর’ ছবির নিবেদক অনির্বাণ কুশারী। প্রযোজমা আনশ টিভি। চিত্রকর ছবির গল্প এবং চিত্রনাট্য লিখেছেন অনির্বাণ চক্রবর্তী। সিনেমাটোগ্রাফি অরিন্দম ভট্টাচার্যের।

Share it