World Yoga Day
Share it

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফেও সোমবার ২১ জুন পালিত হচ্ছে বিশ্ব যোগা দিবস। সল্টলেকের পূর্তভবনে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা অ্যান্ড নেচারোপ্যাথির তরফে এদিন একটি কর্মশালার আয়োজন করা হয়।

Yoga Day is observing at West Bengal Council of Yoga and Naturopathy, Purta Bhawan
Yoga Day is observing at West Bengal Council of Yoga and Naturopathy, Purta Bhawan

বিশিষ্ট যোগাগুরু শ্রী তুষার শীল এই কর্মশালায় কয়েকটি যোগাসন প্রদর্শন করেন। বিশেষ কিছু উপদেশও দেন শিক্ষার্থীদের।
Yoga Day is observing at West Bengal Council of Yoga and Naturopathy, Purta Bhawan
Yoga Day is observing at West Bengal Council of Yoga and Naturopathy, Purta Bhawan

যোগাগুরু শ্রী তুষার শীল বলেন, যোগা সচেতনতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন। তারই একটি অঙ্গ, বেলুড়ে যোগা অ্যান্ড নেচারোপ্যাথি কলেজ নির্মিত হচ্ছে। খুব শিগগিরই এই কাজ শেষ হবে বলেও জানান তিনি।

Share it