Share it

মানুষের আরও কাছাকাছি পুলিশকে পৌঁছে দিতে এবার শুরু হল “আপনার থানা আপনার পাড়ায়”। বীরভূম (Birbhum) জেলায় প্রথম এই অভিযান শুরু হল মহম্মদবাজার থানা এলাকা থেকে। মহম্মদবাজার ব্লকের সেকেড্ডা গ্রাম পঞ্চায়েতে প্রথম এই অভিযানের সূচনা করলেন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় (MLA Ashish Banerjee)। উপস্থিতি ছিলেন জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী (SP Nagendra Nath Tripathi)) সহ পুলিশ অফিসাররা।

পুলিশের সঙ্গে মানুষের আরও নিবিড় যোগসূত্র গড়তে এবার বেশ কিছু সমস্যার সমাধান হবে পঞ্চায়েতে বসেই। প্রতি সপ্তাহে একদিন করে পুলিশ অফিসাররা যাবেন পঞ্চায়েতে। পঞ্চায়েতের অভিযোগ বাক্সে জমা হওয়া অভিযোগ পড়বেন এবং সেখানেই সমাধানের চেষ্টা করবেন বলে জানান জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী।

নেশামুক্ত পরিবেশ, কুসংস্কার মুক্ত পরিবেশ, বয়স্ক মানুষদের সামাজিক সুরক্ষা প্রদান, শিশুশ্রম মুক্ত সমাজ, বাল্যবিবাহ রোধ, নারী সুরক্ষা সহ একাধিক সমস্যার সমাধান এবার হবে পঞ্চায়েতে বসেই। বীরভূম জেলা পুলিশ রবিবার সেকেড্ডা গ্রাম পঞ্চায়েতের দিঘলগ্রাম ১ নম্বর প্রাথমিক বিদ্যালয়ে এই অভিযানের সূচনা করা হয়। এদিন সেকেড্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধানের হাতে একটি অভিযোগ বাক্স তুলে দেন জেলা পুলিশ সুপার এবং বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়।

জেলা পুলিশ সুপার বলেন, “বেশ কিছু গ্রাম রয়েছে থানা থেকে অনেক দূর। সেই সমস্ত এলাকার মানুষ সব সময় থানায় এসে অভিযোগ জানাতে পারেন না। কেউ কেউ আবার নিজের নাম গোপন রাখার জন্য থানায় যেতে চান না। সেই সমস্ত মানুষদের কথা ভেবে প্রতিটি পঞ্চায়েতে একটি করে অভিযোগ জমা দেওয়ার বাক্স রাখা হবে। প্রতি শনিবার একজন অফিসার পঞ্চায়েতে গিয়ে সেই বাক্স খুলে অভিযোগগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। অভিযোগকারী মনে করলে তাঁর পরিচয় গোপন রাখতে পারেন। পুলিশের সঙ্গে মানুষের সম্পর্ক নিবিড় করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

আশিসবাবু বলেন, “এই উদ্যোগের ফলে গ্রামের ছোটখাটো সমস্যা গ্রামে বসেই সমাধান হবে। সেইসঙ্গে পুলিশের সঙ্গে মানুষের যোগসূত্র বাড়বে। অপরাধীরা অপরাধ করার আগে কয়েকবার ভাববে।”

Share it