ICC-এর দশক সেরা ক্রিকেটারের সম্মান পেলেন বিরাট কোহলি। স্যর গারফিল্ড সোবার্স পুরস্কার পেয়েছেন তিনি। সেইসঙ্গে দশকের সেরা একদিনের ক্রিকেটারও হয়েছেন ভারত অধিনায়ক। টেস্টে ICC-এর দশক সেরা ক্রিকেটারের সম্মান পাচ্ছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। টি-২০ ক্রিকেটের দশক সেরা ক্রিকেটার আফগানিস্তানের স্পিনার রশিদ খান।
The incredible Virat Kohli wins the Sir Garfield Sobers Award for ICC Male Cricketer of the Decade 🙌
🏏 Most runs in the #ICCAwards period: 20,396
💯 Most hundreds: 66
🙌 Most fifties: 94
🅰️ Highest average among players with 70+ innings: 56.97
🏆 2011 @cricketworldcup champion pic.twitter.com/lw0wTNlzGi— ICC (@ICC) December 28, 2020
সম্মান পেয়ে বিরাট কোহলি বলেন, “দলের জয়ের অবদান রাখাই আমার সবসময় লক্ষ্য থাকে। প্রতি ম্যাচেই আমি সেই চেষ্টা করি। পরিসংখ্যান শুধু মাঠে কী ঘটছে সেটা দেখায়। এরচেয়ে বেশি কিছু নয়।”
🏅 ICC @CricketWorldCup win in 2011
🏆 ICC Champions Trophy win in 2013
🎖️ Test series win in Australia in 2018Virat Kohli, the winner of the Sir Garfield Sobers Award for ICC Male Cricketer of the Decade, talks about the last 10 glorious years of his career 🙌#ICCAwards pic.twitter.com/P9FSDgCkWJ
— ICC (@ICC) December 28, 2020
গত একদশকে কোহলি বিশ্বকাপ ছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফি ও অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের মতো বড় ক্রিকেটিয় ইভেন্ট জিতেছেন। পাশাপাশি একদিনের ক্রিকেটে গত দশ বছরে ১০ হাজারেরও বেশি রান করেছেন। করেছেন ৩৯টি শতরান ৪৮টি অর্ধ শতরান। ICC-এর স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
🇮🇳 MS DHONI wins the ICC Spirit of Cricket Award of the Decade 👏👏
The former India captain was chosen by fans unanimously for his gesture of calling back England batsman Ian Bell after a bizarre run out in the Nottingham Test in 2011.#ICCAwards | #SpiritOfCricket pic.twitter.com/3eCpyyBXwu
— ICC (@ICC) December 28, 2020
ICC-এর দশক সেরা হওয়ার দৌড়ে বিরাট ছাড়াও ছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, দক্ষিণ আফ্রিকার এবি ডেভিলিয়ার্স, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের মতো ক্রিকেটার। কিন্তু, শেষ পর্যন্ত সবাই ছাপিয়ে দশক সেরার শিরোপা আদায় করে নিলেন কিং কোহলি।