প্রেক্ষাপট দিল্লির ফিরোজ শাহ কোটলায় প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির মূর্তি উন্মোচন অনুষ্ঠান। আর সেই মঞ্চেই পাশাপাশি দাঁড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সঙ্গে ছিলেন বোর্ড সচিব অমিত শাহ-পুত্র জয় শাহ, অনুরাগ ঠাকুর সহ অন্যান্যরা। ছিলেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর ও ভারতীয় দলের বর্তমান সদস্য শিখর ধাওয়ানও।
Unveiled a statue of Shri Arun Jaitley ji at New Delhi’s Arun Jaitley Stadium. His pioneering contribution in promoting cricket will never be forgotten. We will always miss him as an incredible person dedicated towards nation’s progress. My tributes to Arun ji on his jayanti. pic.twitter.com/DOIclIfrCM
— Amit Shah (@AmitShah) December 28, 2020
দীর্ঘ দিন দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (DDCA)-র চেয়ারম্যান পদে ছিলেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী। সোমবার তাঁর ৬ ফুটের মূর্তি স্থাপিত হল নব নামাঙ্কিত অরুণ জেটলি স্টেডিয়ামে। অমিত শাহ বলেন, “ক্রিকেট নিয়ে অত্যন্ত উৎসাহী ছিলেন জেটলি। IPL-এর খুঁটিনাটি তাঁর নখদর্পণে ছিল। টুর্নামেন্টের আইনি দিকগুলি খতিয়ে দেখতেন তিনি। ক্রিকেটের পরিকাঠামো তৈরিতেও তাঁর বড় ভূমিকা ছিল। সেইসঙ্গে দেশের অর্থনীতিকে নতুন দিশা দেখিয়েছিলেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী। এককথায় বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন অরুণ জেটলি। আমার কাছে তিনি বড়ভাইয়ের মতো।”
Its a matter of great honour & joy for me that I'm here at Ferozshah Kotla Stadium, which has witnessed some historic cricket moments in the past: Home Minister Amit Shah addressing Delhi District Cricket Association (DDCA) event at Delhi's Ferozshah Kotla Cricket Ground pic.twitter.com/VhQBHhxkuF
— ANI (@ANI) December 28, 2020
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির ৬৮তম জন্মবার্ষিকী সোমবার। সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট বার্তায় শ্রদ্ধা জানান প্রয়াত কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। টুইটে মোদী লেখেন, “জন্মবার্ষিকীতে আমার বন্ধুকে স্মরণ করছি। তাঁর ব্যক্তিত্ব, আইনি দূরদর্শিতা এবং রসবোধের অভাব অনুভব করি। দেশের প্রগতির জন্য তিনি অক্লান্ত ভাবে পরিশ্রম করেছিলেন।”
Remembering my friend, Arun Jaitley Ji on his birth anniversary. His warm personality, intellect, legal acumen and wit are missed by all those he closely interacted with. He worked tirelessly for India’s progress.
— Narendra Modi (@narendramodi) December 28, 2020