মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Share it

আগামী ৭ জানুয়ারি নন্দীগ্রামে যাচ্ছেন না মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবে নন্দীগ্রামে যাবেন, তা এখনও স্থির হয়নি বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। তবে শহিদ দিবসের নির্ধারিত অনুষ্ঠানসুচি পালিত হবে সেখানে। উপস্থিত থাকবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও অন্যান্য জেলা নেতৃত্ব।


২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের সূচনা হয়েছিল। সেই বছর ৭ জানুয়ারি জমি আন্দোলন করতে গিয়ে তিন জনের মৃত্যু হয়েছিল। মূলত সেই কারণেই তৃণমূল প্রতি বছর সেখানে ‘শহিদ স্মরণে কর্মসূচি’-তে বড় সমাবেশ করে। এবার নির্বাচনমুখী রাজনৈতিক পরিস্থিতিতে সেখানে সমাবেশে হাজির থাকার ইচ্ছে প্রকাশ করেছিলেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন আচমকা তাঁর এই কর্মসূচি বাতিল হল, তা নিয়ে অবশ্য মুখ খোলেননি জেলা তৃণমূলের অন্যতম কো-অর্ডিনেটর ও রামনগরের বিধায়ক অখিল গিরি।

সোমবার বোলপুরে মুখ্যমন্ত্রী মমতার প্রশাসনিক সভা রয়েছে। মঙ্গলবার রোড-শো। বোলপুর থেকে মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গ সফর শেষে ৭ জানুয়ারি নন্দীগ্রামের তেখালিতে সভা করতে যাওয়ার কথা ছিল মমতার। প্রসঙ্গত, মমতার সভার পরের দিনই নন্দীগ্রামে পালটা সভা করার কথা জানিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পরপর দুদিন হেভিওয়েট সমাবেশকে ঘিরে চর্চা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। পরিবর্তিত পরিস্থিতিতে সেই উত্তেজনার পারদ অনেকটাই স্থিমিত হয়ে গেল বলে মনে করা হচ্ছে।

Share it