ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানে
Share it

অজিঙ্কা রাহানেকে চতুর অধিনায়কের আখ্যা দিলেন ভারতীয় দলের হেডকোচ রবি শাস্ত্রী। সেইসঙ্গে তিনি রাহানের গেম রিডিং ক্ষমতারও ভূয়ষী প্রশংসা করেছেন। মঙ্গলবার একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ঈশান্ত শর্মার বোলার্স ক্যাপ্টেন তত্ত্বও খারিজ করে দেন কোচ রবি শাস্ত্রী। তিনি বলেন, আমি এই ধরনের কথা প্রথমবার শুনছি। আমার কাছে এর এমন কোনও ব্যাখ্যা নেই।


মঙ্গলবারই মেলবোর্নে ৮ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরায় টিম ইন্ডিয়া। তারপরই টেম্পোরারি ক্যাপ্টেন রাহানের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় ক্রিকেটমহলকে। ঈশান্ত শর্মা রাহানে সম্পর্কে বলেন, “তিনি একজন সত্যিকারের বোলার্স ক্যাপ্টেন। কখনও রাহানে বোলারদের বলে না এটা করো ওটা করো। বিরাট মাঠে থাকলেও রাহানে সবসময় বোলারদের পাশে দাঁড়ায়। আমাকে প্রতি মুহূর্তে সে জিজ্ঞেস করত, তুমি কত ওভার বল করতে চাও, তাহলে আমি বিরাটের সঙ্গে কথা বলব।” এটা রাহানের মহৎ গুণ বলেও জানান ঈশান্ত।


যদিও ঈশান্তের এই কথাকে আমল দিতে চাননি রবি শাস্ত্রী। তিনি ঈশান্তের বোলার্স ক্যাপ্টেন তত্ত্ব খারিজ করে দিয়ে অন্যভাবে রাহানের প্রশংসা করেছেন। ভারতীয় দলের হেড কোচ বরং জানিয়েছেন, রাহানের ঠান্ডা মাথার কারনে শুভমন গিল ও মহম্মদ সিরাজ তাঁদের অভিষেক টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করতে পেরেছে। রাহানে মিডল অর্ডারে ব্যাট করায় সমানভাবে সুবিধা পেয়েছে অভিষেককারী ও বোলাররা। সেইসঙ্গে চোটগ্রস্ত উমেশকে ছাড়াই এই টেস্ট জেতানোতেও সাহায্য করেছে রাহানের ঠান্ডা মাথা।

Share it