uefa Euro Cup
Share it

সমিদ্ধ ব্যানার্জী, ২১ জুন: শনিবার রাতে গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের চোখ ছিল টিভির পর্দায়। একদিকে মুখোমুখি ফ্রান্স-হাঙ্গেরি। অন্যদিকে জার্মানি-পর্তুগাল। এই দুই ম্যাচের ফল নিয়ে নিজের মত ব্যক্ত করলেন ভারতের ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ টি কে চাতুনি।

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই। কিন্তু এখনও ফুটবলের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত নিবিড়। ভারতীয় ফুটবল তো বটেই, নিয়মিত খেলা দেখছেন চলতি ইউরো ও কোপা আমেরিকার। শনিবারের ম্যাচ নিয়ে তাঁর কাছে জানতে চাইলেই, তাঁর সোজাসাপ্টা উত্তর, এই ইউরো কাপে চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার ফ্রান্স ও জার্মানি। আমি নিজেও এই দুই দলের খেলা দেখতে খুব ভালোবাসি। কিন্তু তবুও বলছি হাঙ্গেরির লড়াই দেখে আমি উদ্বুদ্ধ। আন্ডারভগ হিসেবে মাঠে নেমে যে ফুটবল ওঁরা খেলেছে তার সত্যি প্রশংসার যোগ্য। বহূদিন পর আন্তর্জাতিক ফুটবলের মেগা ইভেন্টে অংশ নিল পুরসকাসের দল। নিজেদের একট সময় নিলেও ভবিষ্যতে এই দলটি অনেকদূর যাবে বলে আমার মত।

অন্যদিকে জার্মানি ও পর্তুগালের ম্যাচ সমন্ধে নিজের মত জানিয়ে মোহনবাগান দলের প্রাক্তন কোচ বলেন, এবার জার্মানি দলটা তৈরি হয়েছে নবীন ও প্রবীনদের ভারসাম্য মেনে। মূলার ও কোর্সের অভিজ্ঞতা এই দলের বড় সম্পদ। প্রথম ম্যাচে বিরুদ্ধে জোয়াকিম লোর ছেলেরা গোল না পেলেও, এমবাপেদের বিরুদ্ধে লড়াই থেকে কিন্তু সরে আসেনি। কিন্তু পুর্তুগালের বিরুদ্ধে ডু অর ভাই ম্যাচে মুলাররা দেখিয়ে দিল কীভাবে ম্যাচে ফিরে আসতে হয়। এই জার্মানি দলটা রোনাল্ডোদের বিরুদ্ধে যে পাসিং ফুটবল খেলল তা এককথায় অসাধারণ। কিছুটা সময় বাদ দিলে পর্তুগালের মাঝমাঠ থেকে ডিফেন্সকে নাজেহাল করেছে মুলাররা। আর পর্তুগাল সমন্ধে চাতুনি বলেন, আমার মনে হয় ওঁরা হারল কিছুটা অভিজ্ঞতার জন্য। এক গোলে লিড নেওয়ার পরে ডিফেন্স ও মাঝমাঠে সংঘবদ্ধ করা উচিত ছিল ওঁদের। আর একা রোনাল্ড নির্ভর দল হওয়াতে যা হওয়ার তাই হল।

Share it