Roy Krishna at Practice
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: সোমবারই ATK Mohun Bagan শিবিরে যোগ দিয়ে অনুশীলনে নেমে পড়েছেন রয় কৃষ্ণা। শিবিরে যোগ দিয়ে বলে দিলেন, “ইনস্ট্রাগাম, ফেসবুকে আমাকে সারাবছর যাঁরা উদ্বুদ্ধ করেন, সেই সবুজ মেরুন সমর্থকদের উচ্ছ্বাস দেখার জন্য মুখিয়ে আছি।”

রয় কৃষ্ণা আরও বলেন, “টিভিতে দর্শকদের সেই উচ্ছ্বাস দেখেছি। ইউটিউবে দেখেছি। এবার দর্শকদের চোখের সামনে দেখার ও খেলার সুযোগ পাব। এটা ভাবলেই খুব রোমাঞ্চিত লাগছে। যেভাবেই হোক ম্যাচটা জিততে হবে। গোল করতে হবে। আমি জানি আমার দিকে সবাই তাকিয়ে থাকবে গোল করার জন্য। এটুকু বলছি চেষ্টার কোনও ত্রুটি থাকবে না।”

ফিজিতে জাতীয় দলের হয়ে খেলে আসার পর অনুশীলনে আরও তরতাজা লাগছে এটিকে এমবি-র এই তারকা ফুটবলারকে। জনি কাউকো, প্রীতম কোটাল, শুভাশিস বসুদের সঙ্গে ঘন্টা দেড়েক সমান তালে ফিজিক্যাল কন্ডিশনিং করলেন রয়। এরপর পজেশনাল ফুটবলের পাঠ নিলেন কোচ জুয়ান ফেরান্দোর কাছে। রয় এর ফিটনেস দেখে খুশি ফেরান্দোও।

যুবভারতীতে সন্ধ্যায় এটিকে মোহনবাগানের অনুশীলনের পর রয় কৃষ্ণ বললেন, “এখনও জানিনা যুবভারতীতে ১২ এপ্রিল আমাদের প্রতিপক্ষ কোন দল হবে. তবে যেই হোক সে হবে আমাদের অচেনা। ফলে ম্যচটা কঠিন হবে। জেতার জন্য আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে। স্ট্রাইকারদের কাছ থেকে সবাই গোল চায়। আমি সেরাটা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চাই। জানি, যুবভারতীতে প্রথম ম্যাচে গোল করতে পারলে সেটা আমার খেলায়োড় জীবনের আরও একটা ভাল ঘটনা হবে।”

Share it