Rahul Drabid
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: অবশেষ কথা দিলেন তিনি। ভারতীয় দলের কোচ হচ্ছেন ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়। IPL ফাইনালের রাতে BCCI-কে কথা দিয়েছেন ‘মিস্টার ডিপেন্ডবল’। T20 বিশ্বকাপের পর থেকেই ভারতীয় সিনিয়র দলের দায়িত্ব নিচ্ছেন দ্রাবিড় ও তাঁর টিম। বোলিং কোচ হচ্ছেন পরশ মামব্রে।


সর্বভারতীয় মিডিয়ায় খবর, ২০২৩ সাল পর্যন্ত রাহুল দ্রাবিড়ের হাতেই যেতে চলেছে টিম ইন্ডিয়ার কোচিংয়ের ভার। শুক্রবার রাতে দুবাইয়ে IPL ফাইনালের পর জানা যায়, বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ এ বিষয়ে বৈঠক করেছেন রাহুলের সঙ্গে। সেই বৈঠকেই ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে যোগ দেওয়ার জন্য রাহুল সম্মতি দিয়েছে। তবে এখনও BCCI-এর তরফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।

Share it