SC East Bengal
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: দ্বিতীয় ফ্রেন্ডলি প্র্যাকটিস ম্যাচেও জয়ের ধারা অব্যাহত লাল-হলুদের। শনিবার সকালে ২-০ গোলে সালগাওকর এফসিকে হারাল SC East Bengal। গোল করেছেন ডাবিসেভিচ ও সৌরভ দাস।

ম্যাচের ৫ মিনিটের মাথায় অ্যান্টনিও পেরোসেভিচকে ফাউল করায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। ৬ মিনিটের মাথায় আমির ডার্বিসেভিচ পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি। গোটা ম্যাচেই ছিল লাল-হলুদের দাপট।


ম্যাচের ৬৫ মিনিটের মাথায় সৌরভ দাসের পা থেকে আসে দুরন্ত দ্বিতীয় গোল। মাঝ মাঠ থেকে বল পায়ে সালগাওকরের বেশ কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ে গোলকিপারকে পরাস্ত করে গোল করেন সৌরভ।

Share it